Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউক্রেনে হামলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন পুতিন: দাবি বাইডেনের

আন্তর্জাতিক ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২২ ১০:১৭ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২২ ১২:২০

জো বাইডেন, ফাইল ছবি

মার্কিন গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে দেশটির প্রেডিসেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে হামলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, এ বিষয়ে তিনি নিশ্চিত।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) হোয়াইট হাউজ থেকে এক টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট বাইডেন বলেন, রুশ বাহিনী যে হামলা চালাবে তা বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে।

এমনকি হামলার লক্ষ্যবস্তু ও দিনক্ষণ নিয়েও কথা বলেছেন বাইডেন। তিনি বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই হামলা হতে পারে। মার্কিন গোয়েন্দারা যেসব তথ্য পেয়েছেন, সেসব তথ্য বলছে, রুশ হামলার প্রথম লক্ষ্যবস্তু হতে পারে ইউক্রেনের রাজধানী কিয়েভ।

তবে বরাবরই প্রতিবেশী দেশ ইউক্রেনে হামলা বিষয়টি অস্বীকার করে আসছে রাশিয়া। অন্যদিকে যুক্তরাষ্ট্রের দাবি, ইউক্রেন সীমান্তের কাছে ১ লাখ ৬৯ হাজার থেকে ১ লাখ ৯০ হাজার সৈন্য সমাবেশ ঘটিয়েছে মস্কো, যাদের মধ্যে ইউক্রেনের পূর্বাঞ্চলের স্বঘোষিত প্রজাতন্ত্র দোনেস্ক ও লুহানস্ক রুশ সমর্থিক যোদ্ধারাও আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর কখনও এত বেশি সৈন্য সমাবেশ ঘটায়নি রাশিয়া।

সারাবাংলা/এএম

ইউক্রেন জো বাইডেন পুতিন

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর