Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদেশি ডাকে গৃহস্থালি পণ্যের চালানে এলো পিস্তল-কার্তুজ

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২২ ১৭:৫৪

গৃহস্থালি পণ্যের চালানে আসা পিস্তল

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম কাস্টমস হাউজে বৈদেশিক ডাকের একটি চালান থেকে ইতালিতে তৈরি দু’টি পিস্তল উদ্ধার করা হয়েছে। একই চালানে পিস্তলের সঙ্গে এসেছে ৬০ রাউন্ড কার্তুজ। এছাড়া ওই চালান থেকে দু’টি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কাস্টমস কর্মকর্তারা।

রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ক্রোকারিজসহ বিভিন্ন ‍গৃহস্থালি পণ্যের চালানের একটি কার্টনে এসব অস্ত্র পাওয়া গেছে।

চট্টগ্রাম কাস্টমসের কমিশনার মোহাম্মদ ফখরুল আলম সারাবাংলাকে বলেন, ‘দেড় ফুট বাই দেড় ফুটের একটি কার্টন। এর ভেতরে ক্রোকারিজ, ফ্রাইপেন, ব্লেন্ডার, চামচসহ রান্নার কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী আছে। এই কার্টনের মধ্যেই চারটি অস্ত্র পাওয়া গেছে। আমাদের একজন ডেপুটি কমিশনার পরীক্ষার সময় কার্টন নাড়াচাড়া করে সন্দেহজনক বস্তুর অস্তিত্ব টের পান। তখন কার্টন খুলে দেখা যায় চারটি অস্ত্র ও কার্তুজ।’

দু’টি স্বয়ংক্রিয় পিস্তলের সঙ্গে ৬০ রাউন্ড কার্তুজ এবং আরও দু’টি খেলনা পিস্তলের সঙ্গে কয়েক প্যাকেট কার্তুজ আকৃতির ছোট প্লাস্টিকের বল পাওয়া গেছে বলে জানান কাস্টমস কমিশনার।

কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, চালানটি ইতালি থেকে পাঠানো হয়েছে। প্রেরকের জায়গায় রাজীব বড়ুয়া নাম লেখা আছে। চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ সিজিএস কলোনির এফ-সেভেন/এ-৮ ঠিকানায় জনৈক কামরুল হাসানের নামে চালানটি পাঠানো হয়েছে।

এদিকে বৈদেশিক ডাকের চালানে অস্ত্র উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে যান নগরীর বন্দর থানা পুলিশ। তারা অস্ত্রগুলো পরীক্ষা করেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর সারাবাংলাকে বলেন, ‘চারটি পিস্তলের মধ্যে দু’টি অরিজিনাল অস্ত্র এবং দু’টি খেলনা। আসল অস্ত্রগুলোর মধ্যে একটি নাইন এমএম ও আরেকটি এইট এমএম পিস্তল। এগুলো ইতালির তৈরি। কাস্টমস কর্তৃপক্ষ মামলা করবেন বলে আমাদের জানিয়েছেন। তদন্তে কারা অস্ত্র পাঠিয়েছে এবং দেশে কারা এর গ্রাহক ছিল সেটা বের হবে।’

বিজ্ঞাপন

কাস্টমস কমিশনার ফখরুল ইসলাম বলেন, ‘অস্ত্র চোরাকারবারিরা বৈদেশিক ডাকের চালান ব্যবহার করে পিস্তলগুলো পাঠিয়েছে বলে আমাদের ধারণা। রান্নাঘরের সামগ্রীর ভেতরে করে সেগুলো এমনভাবে পাঠিয়েছে যেন দেখে মনে হবে খেলনা অস্ত্র। সবগুলো একই আকারের একই রঙের। যার নামে চালানটি এসেছে এবং যিনি পাঠিয়েছেন— তাদের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা হবে।’

সারাবাংলা/আরডি/টিআর

টপ নিউজ পিস্তল বিদেশি পিস্তল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর