Saturday 14 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হত্যাচেষ্টা মামলায় রাঙ্গামাটি জেলা ছাত্রদল সভাপতি কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২২ ২২:৫৬

রাঙ্গামাটি: হত্যাচেষ্টা মামলায় রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সভাপতি ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. ফারুক আহমেদ সাব্বিরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুরে রাঙ্গামাটির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা বেগম মুক্তা এ আদেশ দিয়েছেন।

আদালত সূত্র জানায়, রাঙ্গামাটি সদর উপজেলা কৃষক লীগ নেতা মোস্তাফিজুর রহমানের দায়ের করা হত্যাচেষ্টা মামলায় ছাত্রদল নেতা ফারুক আহমেদ সাব্বির রোববার আদালতে আত্মসর্মপণ করে জামিন চান। এসময় আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট দুলাল সরকার জানান, আসামি পক্ষের পক্ষ থেকে জামিন আবেদন করা হলে আমরা এর বিপক্ষে অবস্থান নেই। পরবর্তীতে আদালত আসামির জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত, ২০২১ সালের ২২ সেপ্টেম্বর সাবেক স্ত্রী ও কথিত যুব মহিলা লীগ নেত্রী মনিকা আক্তার এবং রাঙ্গামাটি জেলা ছাত্রদল সভাপতি ফারুক আহমেদ সাব্বিরকে আসামি করে রাঙ্গামাটি কোতোয়ালী থানায় হত্যাচেষ্টা মামলা করেন রাঙ্গামাটি সদর উপজেলা কৃষকলীগ নেতা মোস্তাফিজুর রহমান। মামলার এক নম্বর আসামি মনিকা আক্তার রাঙ্গামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরীর দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের এক মামলায় কারাগারে রয়েছেন। দুই নম্বর আসামি ও ছাত্রদল নেতা সাব্বির আজ (রোববার) হত্যাচেষ্টা মামলায় আত্মসর্মপণ করে জামিন আবেদন করলে আদালত কারাগারে পাঠান।

মামলার বাদি মোস্তাফিজুর রহমানের দাবি, তার সাবেক স্ত্রী মনিকা আক্তারের সঙ্গে ছাত্রদল নেতা ফারুক আহমেদ সাব্বিরের ‘প্রেমঘটিত’ সম্পর্ক রয়েছে। যে কারণে সাব্বির দলীয় ‘ক্যাডার’ বাহিনী ও মনিকা আক্তারকে সঙ্গে নিয়ে ২০২১ সালের ২৯ জুলাই রাতে মোস্তাফিজুর রহমানকে হত্যার উদ্দেশে রাঙ্গামাটি জেলা শহরের রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের সামনে হামলা করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

ছাত্রদল সভাপতি রাঙ্গামাটি জেলা হত্যাচেষ্টা মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর