Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হামদর্দের ফ্রি মেডিকেল ক্যাম্প

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২২ ১৫:০৬

ঢাকা: শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলেক্ষে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বাংলামোটরের হামদর্দের নগর বিপণন চত্বরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

হামদর্দ ল্যাবরেটরিজের পরিচালক (বিপণন) মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্পের অনুষ্ঠানিক ফিতা কেটে উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির উপ-ব্যস্থাপনা পরিচালক ও মোতাওয়াল্লী মোহাম্মদ জামাল উদ্দিন রাসেল। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র পরিচালক (অর্থও হিসাব) মো. আনিসুল হক, পরিচালক লে. কর্নেল মাহবুবুল আলম চৌধুরী (অব.), ভারপ্রাপ্ত পরিচালক (তথ্য ও গণযোগাযোগ) আমিরুল মোমেনীন মানিক।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ জামাল উদ্দিন রাসেল বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতত্বে ভাষা আন্দোলনের দাবি জোরদার হয়। ভাষা আন্দোলনের এই ধারাবাহিকতায় পরবর্তীতে আমাদের স্বাধীনতা আন্দোলন ও বাংলাদেশ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

তিনি বলেন, ‘আজকের এই দিনটিতে আমরা শ্রদ্ধাভরে স্বরণ করি ভাষা শহীদের। যাদের ত্যাগের বিনিময়ে আমরা আমরা আমাদের বাংলাভাষা পেয়েছি। এই ত্যাগকে স্মরণ করে হামদর্দ মানবতার পাশে দাঁড়িয়েছে।’

সভাপতির বক্তব্যে মোহামম্মদ শরীফুল ইসলাম বলেন, ‘২১ ফেব্রুয়ারি আমাদের আত্মত্যাগের দিন। এই দিনটিকে আমরা হামদর্দের পক্ষ থেকে মানবতার সেবা করা যাচ্ছি।’

লে. কর্নেল মাহবুবুল আলম চৌধুরী (অব.) বলেন, ‘মানবতার সেবায় গত ৫০ বছর ধরে হামদর্দ মানবতার সেবায় আস্থার প্রতীক হয়ে উঠছে। ১৯৮৩ সাল থেকে হামদর্দ বিশ্ব ইজতেমায় ক্যাম্প করে ফ্রি মেডিকেল সেবা দিয়ে আসছে।’

বিজ্ঞাপন

আমিরুল মোমেনীন মানিক বলেন, ‘স্বাধীনতার পর থেকে গত ৫০ বছরে আমাদের এমডি হাকিম মো. ইউসুফ হারুনের সুযোগ্য নেতৃত্বে চিকিৎসা খাতে হামদর্দ দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হয়ে উঠছে।’

উল্লেখ্য, সোমবার দিনব্যাপী রাজধানীর বাংলামটরে হামদর্দের ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে কয়েকশত নারী পুরুষ ও শিশুকে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দেওয়া হয়। সেখানে হামদর্দের নিজস্ব অভিজ্ঞ চিকিৎসক তথা হাকিম দিয়ে রোগীদের চিকিৎসা শেষে তাদের মাঝে বিনামূল্যে ওষধ বিতরণ করা হয়। এছাড়াও মেডিকেল ক্যাম্পে অংশগ্রহণকারী সবার মাঝে রুহআফজা শরবত পরিবেশন করা হয়।

সারাবাংলা/জিএস/এমও

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ফ্রি মেডিকেল ক্যাম্প হামদর্দ

বিজ্ঞাপন
সর্বশেষ

বিপদসীমার ওপরে পানি, ৪৪ জলকপাট খোলা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৬

তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৪

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর