Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বই মার্কেটের আগুন নিয়ন্ত্রণে, পুড়ল শতাধিক দোকান

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২২ ২১:১৩

ঢাকা: রাজধানীর নীলক্ষেত মোড়ের হযরত শাহজালাল মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট এক ঘণ্টা ৪ মিনিটের চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণে এনেছে। এর মধ্যেই আগুনে পুড়েছে শতাধিক দোকান।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত ৮টা ৫০ মিনিটে হযরত শাহজালাল মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া শাখার সহকারী পরিচালক শাহজাহান শিকদার।

এর আগে, সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে নীলক্ষেতের ওই বইয়ের মার্কেটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, ৭টা ৪৩ মিনিটে তারা আগুন লাগার খবর পায়। সন্ধ্যা ৭টা ৪৬ মিনিটে ফায়ার সার্ভিস উপস্থিত হয়ে আগুন নেভাতে কাজ শুরু করে। এক ঘণ্টা ৪ মিনিট পর রাত ৮টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন- নীলক্ষেতে শতাধিক দোকানে ছড়িয়ে পড়েছে আগুন

দুর্ঘটনাস্থল থেকে সারাবাংলার ঢাবি করেসপন্ডেন্ট জানিয়েছেন, শাহজালাল মার্কেটের সামনের দিকে চৌধুরী বুকস দোকানে প্রথম আগুন লেগেছে। এরপর শতাধিক দোকানে আগুন ছড়িয়ে পড়ে। শাহজালাল মার্কেট পেরিয়ে পাশের সিটি করপোরেশন মার্কেটেও আগুন ছড়িয়ে পড়েছিল। তবে ওই অংশের আগুন তাৎক্ষণিকভাবে নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে।

এদিকে, আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে তাৎক্ষণিকভাবে আগুনে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। নীলক্ষেতে কর্মরত ফায়ার সার্ভিসকর্মীরা বলছেন, তদন্ত করে আগুনের সূত্রপাতের কারণ এবং ক্ষয়ক্ষতির হিসাব জানানো সম্ভব হবে।

সাপ্তাহিক বন্ধের অংশ হিসেবে মঙ্গলবার নিউমার্কেট-নীলক্ষেতসহ ওই এলাকায় দোকানপাট সাধারণত বন্ধ থাকে। তবে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে দীর্ঘ দিন ধরে দোকানপাট বন্ধ থাকায় অনেক দোকানিই ক্ষতি পুষিয়ে নিতে এদিন দোকান খোলা রেখেছিলেন। যেসব দোকান বন্ধ ছিল, আগুন লাগার খবর পেয়ে সেইসব দোকানের মালিক-কর্মচারীদেরও ছুটে আসতে দেখা গেছে।

সারাবাংলা/ইউজে/আরআইআর/টিআর

নীলক্ষেতে আগুন বইয়ের মার্কেটে আগুন হযরত শাহজালাল মার্কেট


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর