ঢাকা: রাজস্ব আহরণের ক্ষেত্রে দরিদ্রদের ওপর প্রত্যক্ষ করের বোঝা না বাড়িয়ে ধনী-বিত্তশালীদের ওপর সম্পদ-কর আরোপ করতে হবে বলে মনে করে বাংলাদেশ অর্থনীতি সমিতি (বিইএ)।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে প্রাক-বাজেট আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ অর্থনীতি সমিতির পক্ষ থেকে এ কথা বলা হয়।
সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম কিছু প্রস্তাবনা তুলে ধরে বলেন, ভ্যাট-ট্যাক্স আরোপের মাধ্যমে দরিদ্র, নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের ওপর চাপ বাড়ানোর সংস্কৃতি বন্ধ করতে হবে। করোনা বিপর্যয় পরিস্থিতিতে জাতীয় বাজেটের জন্য সম্পদ আহরণ করতে সরকারকে জরুরিভিত্তিতে ধনী, বিত্তবান, সম্পদশালী ব্যক্তি ও প্রতিষ্ঠান যারা সম্পদ-আয় ও মুনাফার অর্থমূল্য কম প্রদর্শনের মাধ্যমে সঠিক কর দেয় না, তারা যেন সঠিক পরিমাণ কর দেয়, তা শক্তভাবে নিশ্চিত করতে হবে।
অর্থনীতি সমিতির পক্ষ থেকে বলা হয়, করোনার প্রভাবে নিরঙ্কুশ দরিদ্র, হতদরিদ্র, চরম দরিদ্র, দরিদ্র, নিম্নবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত ও মধ্য-মধ্যবিত্ত মানুষের ব্যাপকাংশ দরিদ্র হয়েছে। কর্মবাজার ভীষণভাবে সংকুচিত ও বিপর্যস্ত হয়েছে। এর মধ্যে সাধারণ মানুষের ওপর নতুন খড়গ হয়ে নেমে এসেছে দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতি।
সমিতি বলছে, বাংলাদেশের অর্থনীতিকে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিপূর্ব অবস্থায় ফিরিয়ে নিতে হবে। আসন্ন ২০২২-২৩ অর্থবছরের বাজেটকে কোনোভাইে সংকোচনমূলক না করে বরং সম্প্রসারণশীল ও বৃহদাকার রূপে প্রণয়ন করতে হবে। এজন্য প্রয়োজন আয়, ধন ও সম্পদের বণ্টনকে ন্যায্য করা। অর্থাৎ ধনীদের কাছ থেকে তা প্রবাহিত করতে হবে দরিদ্র, বিত্তহীন ও নিম্নবিত্ত মানুষের দিকে।
প্রস্তাবনায় আরও বলা হয়, অতিরিক্ত মুনাফার ওপর কর আরোপ এবং কালো টাকা ও পাচার করা অর্থ উদ্ধার করতে নিতে হবে বলিষ্ঠ পদক্ষেপ। দেশপ্রেম ও সদিচ্ছা থাকলে এসব পদক্ষেপ বাস্তবায়ন করা কঠিন কিছু নয়। বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ যৌক্তিক, নৈতিক, মানবিক সব বিচারেই সম্ভব। আর এজন্য সরকারকে বাজেট প্রণয়নে সংবিধানের বিধানগুলোকে মৌলভিত্তি হিসেবে ধরে নিয়ে অর্থনৈতিক উন্নয়নে নয়া-উদারবাদী দর্শনের বিপরীতে থেকে অধিকতর সক্রিয় ও ফলপ্রদ ভূমিকা নিতে হবে।
প্রাক-বাজেট আলোচনায় সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস সদস্য (শুল্ক নীতি) মাসুদ সাদিক। আলোচনায় বক্তব্য রাখেন এনবিআর সদস্য (আয়কর নীতি) সামস উদ্দিন আহমেদ ও (ভ্যাটনীতি) জাকিয়া সুলতানা।