Friday 11 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অ্যাপল গ্লোবালটেলের এমডির বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২২ ২২:০৮

ঢাকা: ৪৬৩ কোটি ৩৭ লাখ ৪৬ হাজার টাকা পাচারের অভিযোগে অ্যাপল গ্লোবালটেলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অভিউর রহমান খানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন বলে দুদক সূত্রে জানা গেছে।

কমিশন সূত্রে জানা যায়, বিটিআরসির আইজিডব্লিউ লাইসেন্সধারী অপারেটর হিসাবে আন্তর্জাতিক ইনকামিং কলের মূল্য বাবদ প্রাপ্ত ৪৬৩ কোটি ৩৭ লাখ ৪৬ হাজার ১৪৯ টাকা মূল্যের ৬ কোটি ১ লাখ ৭৮ হাজার ৫২১ ডলার (বৈদেশিক মুদ্রা) পাচার করা হয়েছে। এছাড়া বৈদেশিক মুদ্রা বিদেশ থেকে বাংলাদেশে না এনে মানিলন্ডারিং অপরাধ করেছেন আসামি অভিউর রহমান খান। যার কারণে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সারাবাংলা/এসজে/পিটিএম

দুদুক মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর