অন্তঃসত্ত্বা নারীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় গ্রেফতার ২
২৫ ফেব্রুয়ারি ২০২২ ১৮:০২
সাভার: চাঞ্চল্যকর ক্লুলেস অন্তঃসত্ত্বা বিউটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের পর ২ হত্যাকারীকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার করেছে র্যাব-৪। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার রাকিব মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন- মো. রিপন (২৭) ও মো. সোহান (২০)।
লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, গত ২২ ফেব্রুয়ারি সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পুকুরপাড় এলাকার একটি বাড়ি থেকে বিউটি আক্তার (৩৫) নামের এক নারীর গলা কাটা লাশ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওই ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পরে র্যাব-৪ এর একটি গোয়েন্দা দল পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে র্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৩ ফেব্রুয়ারি রাতে ঢাকা জেলার আশুলিয়ায় র্যাব-৪ এর চৌকস আভিযানিক দলের সাঁড়াশি অভিযান পরিচালনা করে ওই চাঞ্চল্যকর ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন ও দুই জনকে গ্রেফতার করা হয় বলেও জানান তিনি।
গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ এবং ঘটনার বিবরণে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা ওই হত্যার সঙ্গে সরাসরি জড়িত বলে স্বীকারোক্তি করে। মূলত পারিবারিক দ্বন্দ্ব ও স্বামীর ইন্ধনের কারণে গ্রেফতারকৃত ব্যক্তিদের দ্বারা অন্তঃসত্ত্বা বিউটিকে ধারালো ছুরি দিয়ে এলোপাথাড়িভাবে আঘাত করে হত্যা করা হয়।
সারাবাংলা/এমও