Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আন্দোলনের মাধ্যমেই আ.লীগ সরকারকে সরাতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২২ ১৯:৩৯

ঢাকা: জনগণের আন্দোলনের মাধ্যমেই আওয়ামী লীগ সরকারকে সরাতে হবে বলে জানিয়েছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে রাষ্ট্র সংস্কার আন্দোলন আয়োজিত লেখক মুশতাক আহমেদ স্মরণে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত কাইয়ুম বলেন, ‘ভোট যদি মানুষ দিতে পারে এবং তা যদি গণনা করা হয় তাহলে দেখা যাবে এ সরকার এখন যে জায়গায় আছে তার ১০ শতাংশ আসনও তারা পাবে না। ৩০টা আসন পাবে বলেও মনে হয় না।’

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘আমাদের খাদ্যমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী বলেছেন আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে নিত্য-পণ্যের দাম বাড়ছে তাই তাদের কিছু করার নেই। আপনাদের কিছু করার না থাকলে কেন আপনারা এ মন্ত্রণালয়ে আছেন? কেন আপনারা দায়িত্ব ছেড়ে দিচ্ছেন না?’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘২০২১ সালের আজকের এই দিনে মুশতাক আহমেদ কারাগারে নিহত হন। মুশতাক আহমেদের বিরুদ্ধে মামলা হলো সঙ্গে আরও ১২ জনের নামও উল্লেখ করা হয়েছে। আপনারা কার্টুনিস্ট কিশোরের কথাও জানেন। কিশোর যদি জামিন পায়, তাহলে মুশতাক কেন জামিন পেল না?’

রাস্তা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় নেতা সৈয়দ হাসিবউদ্দিন হোসেনের সভাপতিত্বে আলোচনায় উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মহাসচিব নঈম জাহাঙ্গীর, জেএসডির কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, রাষ্ট্র সংস্কারের সাংগঠনিক সমন্বয়ক ইমরানসহ অন্যরা।

সারাবাংলা/এসজে/এমও

আ.লীগ সরকার আন্দোলন জোনায়েদ সাকি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর