Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে ৫ জন‌কে হত্যার ঘটনায় গ্রেফতার ২২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২২ ০৯:২১

বান্দরবান: রুমার গ‌্যা‌লেংগা ইউনিয়নের আবু পাড়ায় বাবা ও তার ৪ ছে‌লে‌কে কু‌পি‌য়ে হত‌্যা ঘটনায় ২২ জনকে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ‌্যায় আবু পাড়ার ৭ নম্বর ওয়া‌র্ড থে‌কে তা‌দের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হ‌লেন, মৃত আবু আরং ম্রোর ছে‌লে রুইতু ম্রো (৫০), রুইতু ম্রোর ছে‌লে ইংচং ম্রো (২৬), মাংজং ম্রো (২৮), নিয়াকক ম্রোর ছে‌লে ক্রংপং ম্রো (৩৮), মেনকং ম্রোর ছে‌লে পা‌সিং ম্রো (২২), রুই‌তু ম্রোর ছে‌লে ক্রংতন ম্রো (৩৫), ক্রাতপং সিংচাং ম্রো (৩৯), ‌থনলক ম্রোর ছে‌লে রিংয়ং ম্রো (৩৫), মেনকং ম্রোর ছে‌লে ইজাং ম্রো (২৭), সাখকয় ম্রোর ছে‌লে থনলক ম্রো (৩৫), সাকখয় ম্রোর ছে‌লে পা‌লে ম্রো (২৫), লং‌ঙি ম্রোর ছে‌লে ক্লাংসাই ম্রো (২০), মেনকং ম্রোর ছে‌লে মেন‌প্রে ম্রো (২০), থনলক ম্রোর ছে‌লে খং‌প্রে ম্রো, থনলক ম্রোর ছে‌লে কাইং প্রে ম্রো (১৮), ক্রাতপুং ম্রোর ছে‌লে মেনরাও ম্রো (২২), লং‌ঙি ম্রোর ছে‌লে মেনয়া ম্রো (২৬), কামপাও ম্রোর ছে‌লে খনতন ম্রো (৪১), লং‌ঙি ম্রোর ছে‌লে মেনয়ং ম্রো (২৪), সাকখয় ম্রোর ছে‌লে চাংরাও ম্রো (৩১), নিয়াকক ম্রোর ছে‌লে থংওয়াই ম্রো (২৪) ও লং‌ঙি ম্রোর ছে‌লে মেনপং ম্রো (৩৭)। তারা সবাই রুমার গ‌্যা‌লেংগা ইউ‌নিয়‌নের পান্তলা মৌজার আবু পাড়ার বা‌সিন্দা।

বিজ্ঞাপন

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, পাড়াবাসী‌দের সঙ্গে কারবারী প‌রিবা‌রের ম‌ধ্যে জু‌ম চাষের জ‌মির সীমানা নি‌য়ে সামা‌জিক বি‌রোধ চল‌ছিল। এ ঘটনা‌কে কেন্দ্র ক‌রে সকা‌লে পাড়াবাসী‌দের সঙ্গে তর্কাতর্কির একপর্যা‌য়ে ঝগড়া বাঁধ‌লে পাড়াবাসীরা ধারা‌লো অস্ত্র নি‌য়ে কারবারী ল‌্য‌াংরুই ম্রো (৬০) ও তার ৪ ‌ছে‌লে রুংথুই ম্রো (৪০), লেংরুং ম্রো (৩৭), ‌মেনওয়াই ম্রো (৩৫) ও রিংরাও ম্রো (২৫) এর ওপর হামলা চালি‌য়ে তা‌দের হত‌্যা ক‌রে পা‌শের ঝি‌রি‌তে ফে‌লে দেয়। প‌রে খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে পু‌লিশ গি‌য়ে পাড়া কারবারী (পাড়া প্রধান) ও তার ৪ ‌ছে‌লের লাশ উদ্ধার ক‌রে। এ সময় পাড়ার ২২ জন‌কে গ্রেফতার ক‌রে রুমা থানায় নি‌য়ে আস‌লে তারা সবাই হত‌্যার দায় স্বীকার ক‌রে। এদি‌কে নিহত‌দের লাশ ময়নাতদ‌ন্তের জন‌্য বান্দরবান সদর হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

বিজ্ঞাপন

এ বিষ‌য়ে রুমা থানার ওসি (তদন্ত) কাজী রা‌কিব উদ্দিন লাশ উদ্ধার ও আট‌কের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে ব‌লেন, ঘটনাস্থল থে‌কে ৫ জ‌নের লাশ উদ্ধার করা হ‌য়ে‌ছে। এ ঘটনায় উদ্ধার করা লাশ যারা বহন করে এনেছে তাদেরকে জিজ্ঞাসা করা হলে তারা এ হত্যার দায় স্বীকার করেন।

সারাবাংলা/এএম

বান্দরবান রুমা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর