Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আড়িয়াল খাঁ নদে ট্রলারডুবি, ৪ দিন পর আরও একজনের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২২ ১৪:৩৭

বরিশাল: আড়িয়াল খাঁ নদে চরমোনাই মাহফিলগামী একটি ট্রলারডুবির ৪ দিন পর রফিকুল ইসলাম নামে আরও একজনের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। তার ছবির সঙ্গে মুখমণ্ডলের মিল দেখে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় আড়িয়াল খাঁ নদ থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. এসএম তাহসিন রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত রফিকুল ইসলাম সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার রুদ্রপুরের মৃত কছিমুদ্দিম শেখের ছেলে।

বরিশাল নৌ-সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানান, এ পর্যন্ত মোট ৪ জনের মরদেহ উদ্ধার করা হলো। এখনও একজন নিখোঁজ রয়েছেন। তার সন্ধান পেতে কাজ করছে উদ্ধারকারী দল।

প্রসঙ্গত, গত ২২ ফেব্রুয়া‌রি সিরাজগঞ্জ থেকে চরমোনাই মাহফিলে ট্রলারযোগে যাওয়ার পথে রাত দেড়টার দিকে আড়িয়াল খাঁ নদে লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। পরদিন (২৩ ফেব্রুয়ারি) সকালে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়।

সারাবাংলা/এসএসএ

আড়িয়াল খাঁ নদে ট্রলারডুবি

বিজ্ঞাপন
সর্বশেষ

দু’দিনে ভারতে ৯৯ টন ইলিশ রফতানি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৪

সম্পর্কিত খবর