সেনাবোঝাই রুশ বিমান ভূপাতিত, বহু মৃত্যু— দাবি ইউক্রেনের
আন্তর্জাতিক ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২২ ২০:৫৬
২৬ ফেব্রুয়ারি ২০২২ ২০:৫৬
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, কিয়েভের কাছে তাদের এসইউ-২৭ ফাইটার জেটের হামলায় প্যারাট্রুপার বহনকারী রাশিয়ান আইএল-৭৬ এমডি বিমান ভূপাতিত হওয়ার পর বিমানে থাকা বহু সেনার মৃত্যু হয়েছে। যদিও এ খবর স্বাধীনভাবে যাচাই করা যায়নি আর রাশিয়াও এ ব্যাপারে মুখ খোলেনি।
ইউক্রেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ফেসবুক পোস্টে বলা হয়েছে স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে ওই অপারেশন সম্পন্ন হয়।
রাশিয়ার ওই ট্রুপ ক্যারিয়ার বিমানের নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, বিমানে ১৬৭ জন যাত্রী এবং সাত জন ক্রুর বসার ব্যবস্থা রয়েছে।
আট বছর আগে, ২০১৪ সালে লুহানস্কে ৪০ ইউক্রেনিয় প্যারাট্রুপার এবং ৯ ক্রুসহ একটি যুদ্ধবিমান ধ্বংস করেছিল রাশিয়া; তার বদলা নিতেই এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের সেনা কমান্ডার ভালেরতি যালুঝনি।
সারাবাংলা/একেএম