বিশ্বের সবচেয়ে বড় বিমান ধ্বংস করেছে রুশ সেনারা
২৮ ফেব্রুয়ারি ২০২২ ০২:৩১
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা জানিয়েছেন, বিশ্বের সবচেয়ে বড় কার্গো বিমান এএন-২২৫ ম্রিয়া রাশিয়ার হামলায় ধ্বংস হয়ে গেছে।
রোববার এক টুইট বার্তায় কুলেবা এ তথ্য জানান। টুইটারে তিনি বলেন, ‘রাশিয়া হয়তো আমাদের ম্রিয়া ধ্বংস করেছে, কিন্তু তারা কখনোই আমাদের একটি শক্তিশালী, স্বাধীন ও গণতান্ত্রিক ইউরোপীয় রাষ্ট্রের স্বপ্নকে ধ্বংস করতে পারবে না।’ তিনি প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘আমরা জয়ী হব!’
স্কটিশ প্রকাশনা দ্য হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়, বিমানটি আন্তোনোভ যা হোস্টমেল নামে পরিচিত বিমানবন্দরে অবস্থিত ছিল। বৃহস্পতিবার পত্রিকাটি জানিয়েছে, বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল রুশ সেনারা।
ইউক্রেনীয় ভাষায় ম্রিয়া শব্দের অর্থ স্বপ্ন। ইউক্রেনীয় অ্যারোনটিকস কোম্পানি আন্তোনোভ ১৯৮৮ সালে বিমানটি তৈরি করেছিল। অর্থাৎ, সোভিয়েত ইউনিয়ন আমলের শেষ দিকে বিমানটি নির্মাণ করা হয়। ৩৪ বছর উড়ার পর এবারের যুদ্ধে এটি ধ্বংস হলো।
এএন-২২৫ ম্রিয়া দৈর্ঘ্য ৮৪ মিটার, এবং প্রস্তে (উইংস্প্যান) ৮৮.৪ মিটার। ৬ ইঞ্জিন বিশিষ্ট দানবাকৃতির উড়োজাহাজটি প্রায় ৬৪০ টন ওজন নিয়ে উড়তে সক্ষম ছিল।
আরও পড়ুন
- যুদ্ধে ৪৩০০ রুশ সেনা নিহত—দাবি ইউক্রেনের
- ইউক্রেনে রুশ অভিযানকে ‘যুদ্ধ’ হিসেবে স্বীকৃতি দিচ্ছে তুরস্ক
- রাশিয়ার পরমাণু অস্ত্র সতর্ক অবস্থানে রাখার নির্দেশ পুতিনের
- আবার খারকিভের নিয়ন্ত্রণ নিয়েছে ইউক্রেন, রুশ সেনা বন্দী দাবি
- ইউক্রেনে রুশ সেনাদের প্রাণহানি ও বন্দির তথ্য নিশ্চিত করল রাশিয়া
সারাবাংলা/আইই
ইউক্রেন ইউনিয়ন স্টেট অব রাশিয়া অ্যান্ড বেলারুশ এএন-২২৫ মারিয়া