নিষেধাজ্ঞা ভেঙে কানাডার আকাশে রুশ বিমান
২৮ ফেব্রুয়ারি ২০২২ ১১:০৭
ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের মুখে রাশিয়ার জন্য কানাডার আকাশসীমা ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল। তার মধ্যেই রাশিয়ার একটি বাণিজ্যিক ফ্লাইট অ্যারোফ্লট ফ্লাইট ১১১কে কানাডার আকাশসীমায় দেখা গেছে বলে কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে বিবিসি।
কানাডার পরিবহন মন্ত্রণালয় বলছে, অ্যারোফ্লট ফ্লাইট১১১-র আচরণ পর্যালোচনা করে যথাযথ পদক্ষেপ নিতে দ্বিধা করা হবে না। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট অ্যাওয়্যার অনুসারে, রোববার (২৭ ফেব্রুয়ারি) ফ্লোরিডার মিয়ামি থেকে ছেড়ে মস্কোর উদ্দেশ্যে উড়ছিল ফ্লাইটটি।
(2/2) We are launching a review of the conduct of Aeroflot and the independent air navigation service provider, NAVCAN, leading up to this violation. We will not hesitate to take appropriate enforcement action and other measures to prevent future violations.
— Transport Canada (@Transport_gc) February 28, 2022
এদিকে, পশ্চিমা দেশগুলোর সঙ্গে মিলে ইউক্রেনে আক্রমণ বন্ধে মস্কোর ওপর চাপ প্রয়োগের লক্ষ্যে কানাডা তাদের আকাশসীমা ব্যবহারে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেয়।
যুক্তরাষ্ট্র বলেছে, তারা একইরকম পদক্ষেপ নেওয়ার ব্যাপারে বিবেচনা করছে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইউক্রেনের পরিস্থিতি ও প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করতে মার্কিন মিত্রদের সঙ্গে ফোনালাপ করবেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ।
সারাবাংলা/একেএম