Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভবিষ্যৎ সঁপে দিয়েছ ভাঁড়ের হাতে— ইউক্রেনীয়দের উপহাস বলসোনারোর

আন্তর্জাতিক ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২২ ১২:১৪

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো ইউক্রেনের জনগণের প্রতি উপহাস করে বলেছেন, তারা ভবিষ্যৎ সঁপে দিয়েছে এক ভাঁড়ের হাতে।

রোববার (২৭ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বলসোনারো বলেন, ব্রাজিল কোনো পক্ষ নেবে না। এই আগ্রাসনের মধ্যে নিরপেক্ষ থাকবেন তারা। তবে, রাশিয়ার সঙ্গে ব্রাজিলের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকবে।

তিনি আরও বলেন, ইউক্রেনের একটি বড় জনগোষ্ঠী রুশ ভাষায় কথা বলে, তাই এ যুদ্ধে কারও পক্ষ নেওয়া বুদ্ধিমানের কাজ হবে না।

এর আগে, রোববার ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ দখল করে নেওয়ার দাবি করে রাশিয়া। পরে ইউক্রেনের আঞ্চলিক এক গভর্নর দাবি করেন, ইউক্রেনের সেনারা রুশদের কবল থেকে শহরটি পুনর্দখল করেছে।

ইউক্রেনের সামরিক কমান্ডার ওলেগ সিনেগুবভ জানান, খারকিভ থেকে বেশ কয়েকজন রুশ সেনাদের বন্দি করা হয়েছে। বন্দিদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন তিনি। বিশয়টি পরে নিশ্চিত করেছে মস্কো।

বৃহস্পতিবার বিশেষ অভিযান শুরুর পর থেকে ইউক্রেনে রুশ সেনারা ব্যাপক সাফল্য পেয়েছে জানিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, তারা ইউক্রেনে এক হাজারেরও বেশি সামরিক স্থাপনা ধ্বংস করেছে।

সারাবাংলা/একেএম

ইউক্রেন যুদ্ধ জাইর বলসোনারো ব্রাজিল রাশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর