Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রুশ-ইউক্রেন আলোচনার মঞ্চ প্রস্তুত

আন্তর্জাতিক ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২২ ১৩:৩৩

ইউক্রেনে রুশ আগ্রাসনের পঞ্চমদিনে বেলারুশের পক্ষ থেকে বলা হয়েছে, দ্বি পাক্ষিক শান্তি আলোচনার মঞ্চ তৈরি করে রেখেছে তারা।

এর আগে, ইউক্রেন প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয় ইউক্রেনীয় প্রতিনিধিদল প্রিপিয়াত নদীর কাছে বেলারুশ সীমান্তে কোনো পূর্বশর্ত ছাড়াই রুশ প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের ব্যাপারে তারা রাজি হয়েছে।

এমন এক সময় ওই শান্তি আলোচনার ব্যাপারে বেলারুশের প্রস্তুতির ব্যাপারে জানানো হলো যখন ইউক্রেনে রুশ আগ্রাসনে সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট লুকাশেঙ্কো।

বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আনাতলি গ্লাজ এক ফেসবুক পোস্টে ওই মিটিংরুমের ছবি শেয়ার করে বলেছেন, এখন দুই পক্ষের প্রতিনিধিদের জন্য অপেক্ষা।

যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এই আলোচনা কোনো ফলাফল এনে দিতে পারবে তা তিনি বিশ্বাস করেন না।

সারাবাংলা/একেএম

ইউক্রেন যুদ্ধ ইউক্রেনে যুদ্ধ রাশিয়া-ইউক্রেন

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর