Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউক্রেন পরিস্থিতি পর্যবেক্ষণের নির্দেশ প্রধানমন্ত্রীর

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২২ ১৪:৩৮

খন্দকার আনোয়ারুল ইসলাম, ফাইল ছবি

ঢাকা: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (২৮ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদে বৈঠকের পর এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী সভায় যুক্ত হন।

সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে সচিব বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে। এ যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ।

তিনি বলেন, ‘পোল্যান্ড এবং রোমানিয়াতে যারা অ্যাম্বাসেডর আছেন তারা অলরেডি ওয়াচ করছেন, কী হচ্ছে। সেখানে বাংলাদেশিদের কী অবস্থা, তারা আপডেট দিচ্ছেন।’

বাংলাদেশিদের ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে কী না জানতে চাইলে বলেন, ‘সব জিনিসই তারা পর্যবেক্ষণ করছে। আমাদের সঙ্গে যোগাযোগ রয়েছে।’

সারাবাংলা/এএইচএইচ/একেএম

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ

‘তুফান’ আসছে হিন্দি ভাষায়
৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৪৯

সম্পর্কিত খবর