Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গ্রহণযোগ্য ব্যক্তিকে নির্বাচন কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছে’

লোকাল করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২২ ১৬:১৯

সাভার (ঢাকা): দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, গ্রহণযোগ্য ব্যক্তিকে নির্বাচন কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমান সরকারের অধীনে সব নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ হচ্ছে।

রোববার (২৭ ফেব্রুয়ারি) রাতে সাভারের আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা ওৎ পেতে রয়েছে। সুযোগ পেলেই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।’

ত্রিবার্ষিক সম্মেলনে আগামী তিন বছরের জন্য আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাব উদ্দিন মাদবর ও আমজাদ হোসেন সরকারকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা, পৌর মেয়র আব্দুল গণি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খান, আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক ফারুক হাসান তুহিন, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমও

গ্রহণযোগ্য ব্যক্তি ডা. এনামুর রহমান নির্বাচন কমিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর