সামরিক ঘাঁটিতে রুশ হামলা, কমপক্ষে ৭০ ইউক্রেনীয় সেনা নিহত
১ মার্চ ২০২২ ১১:১০
ইউক্রেনের এক সামরিক ঘাঁটিতে হামলা করেছে রুশ সেনারা। এতে কমপক্ষে ৭০ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ ও রাজধানী কিয়েভের মধ্যবর্তী অঞ্চল অখতিরকায় এ সামরিক ঘাঁটি অবস্থিত। ওই অঞ্চলের প্রশাসনিক প্রধান দিমত্র জিভিতস্কাই সামাজিক মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে এমনটা দাবি করেছেন।
দিমত্র জিভিতস্কাই রুশ সেনাদের গোলাবর্ষণে ধ্বংস চারতলা একটি ভবনের ছবি পোস্ট করেন। পরে এক ফেসবুক পোস্টে তিনি জানান, সামরিক ঘাঁটিতে হামলায় ইউক্রেনের সেনাদের পাশাপাশি পাল্টা হামলায় কয়েকজন রুশ সেনাও প্রাণ হারিয়েছেন। এছাড়া রুশ সেনারা বেসামরিক নাগরিকদের উপর গোলাবর্ষণ করছে বলে দাবি করেন তিনি।
এর আগে সোমবার রাতে ইউক্রেন সরকার দাবি করে, গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া রাশিয়ার আক্রমণে এ পর্যন্ত ১৪ শিশুসহ ৩৫২ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।
সারাবাংলা/আইই