সরকার চিকিৎসা ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন করেছে: ত্রাণ প্রতিমন্ত্রী
লোকাল করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২২ ১৬:১৪
৩ মার্চ ২০২২ ১৬:১৪
সাভার (ঢাকা): চিকিৎসা ব্যবস্থায় বর্তমান সরকার ব্যাপক উন্নয়ন করেছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে সাভারের গেন্ডা এলাকায় ‘আব্বাস স্পেশালাইজড হাসপাতাল’ উদ্বোধন শেষে তিনি একথা বলেন।
ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত সরকার ক্ষমতায় থাকতে দেশে চিকিৎসা ব্যবস্থাপনা ধ্বংস করে দিয়েছিলো। পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে চিকিৎসা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন করেছে।’
এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, পৌর মেয়র আব্দুল গণি, হাসপাতালের মালিক আব্বাস উদ্দিন উপস্থিত ছিলেন।
হাসপাতালে নাক-কান-গলার চিকিৎসা সেবা দেওয়া হবে রোগীদের। এসময় হাসপাতালটির কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
সারাবাংলা/এমও