বার কাউন্সিলে তালিকাভুক্তির পরীক্ষা জুনে
৩ মার্চ ২০২২ ১৬:১৯
ঢাকা: আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) এমসিকিউ (নৈর্ব্যক্তিক) ও লিখিত পরীক্ষার সম্ভাব্য সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ বার কাউন্সিল।
বৃহস্পতিবার (৩ মার্চ) বার কাউন্সিলের সচিব মো. রফিকুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির পরবর্তী এমসিকিউ পরীক্ষার অনলাইন ফরম পূরণ কার্যক্রম আগামী ২৭ মার্চ থেকে শুরু হয়ে ২৭ এপিল পর্যন্ত চলবে। আর এমসিকিউ পরীক্ষা জুনের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে। এরপরে তালিকাভুক্তির লিখিত পরীক্ষা হবে জুলাইয়ের চতুর্থ সপ্তাহে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষার অনলাইন ফরম পূরণ এবং এ সংক্রান্ত বিস্তারিত অন্যান্য তথ্য বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
তবে অনিবার্য যেকোনো পরিস্থিতিতে পরীক্ষার তারিখ পরিবর্তন করার এখতিয়ার কর্তৃপক্ষ সংরক্ষণ করে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এমসিকিউ ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
সারাবাংলা/কেআইএফ/পিটিএম