Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করিম ভরসাকে হাইকোর্টে হাজির করানোর আদেশ স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২২ ১৭:৩২

ফাইল ছবি: হাইকোর্ট

ঢাকা: এক ছেলের জিম্মায় থাকা জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য করিম উদ্দিন ভরসাকে হাইকোর্টে হাজির করানোর আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত।

বৃহস্পতিবার (৩ মার্চ) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী আহসানুল করিম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

এর আগে, গত ২০ ফেব্রুয়ারি এক ছেলের বাসায় থাকা করিম উদ্দিন ভরসাকে হাজির করার নির্দেশ দেন হাইকোর্ট। আগামী ৬ মার্চ মো. সাইফুল উদ্দিন ভরসা শিমুলকে (যে ছেলের বাসায় রয়েছেন তিনি) এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছিল।

করিম উদ্দিন ভরসার অপর ৯ সন্তানের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দিয়েছিলেন।

রুলে মো. সাইফুল উদ্দিন ভরসা শিমুলের হেফাজতে থাকা করিম উদ্দিন ভরসাকে আইনগত কর্তৃত্ব বহির্ভূতভাবে আটকে রাখা হয়নি তা নিশ্চিত করতে আদালতের সামনে হাজির করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে করিম উদ্দিন ভরসাকে বাকি নয় সন্তানের (আবেদনকারী) যৌথ নিরাপদ হেফাজতে কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়।

স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, রংপুর মহানগর পুলিশের কমিশনার, রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং করিম উদ্দিন ভরসার ছেলে মো. সাইফুল উদ্দিন ভরসা শিমুল, ঢাকা মহানগর পুলিশের কমিশনার ও গুলশান থানার ওসিকে রুলের জবাব দিতে বলা হয়।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী আফরোজা ফিরোজ মিতা, কামরুন মাহমুদ, সাবরিনা জেরিন ও এম আব্দুল কাইয়ূম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

বিজ্ঞাপন

পরে আইনজীবী আব্দুল কাইয়ূম জানান, নিম্ন আদালতের একটি মামলায় করিম উদ্দিন ভরসাকে তার এক ছেলে সাইফুল উদ্দিন ভরসা শিমুলের জিম্মায় দেওয়া হয়। কিন্তু সাইফুল উদ্দিন ভরসা শিমুল তার বাবাকে হেফাজতে নিয়ে প্রায় বন্দি করে রেখেছেন।

তিনি তার অন্য ভাই-বোনদের বাবার সঙ্গে সাক্ষাৎ করতে দিচ্ছে না। এজন্য করিম উদ্দিন ভরসার নয় সন্তান হাইকোর্টের দ্বারস্থ হন। তারা তার বাবাকে হাইকোর্টে হাজির করতে হেবিয়ার্স কর্পাস রিট করেন।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

করিম উদ্দিন ভরসা হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর