‘জয় বাংলা’ জাতীয় স্লোগান হওয়ায় চট্টগ্রামে আনন্দ সমাবেশ
৪ মার্চ ২০২২ ২২:১০
চট্টগ্রাম ব্যুরো : ‘জয় বাংলা’ জাতীয় স্লোগানের স্বীকৃতি পাওয়া চট্টগ্রামে আনন্দ সমাবেশ করেছে মুক্তিযুদ্ধের প্রজন্ম-বৃহত্তর চট্টগ্রাম নামে একটি সংগঠন।
শুক্রবার (৪ মার্চ) বিকেলে নগরীর নিউমার্কেট চত্বরে আনন্দ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নুরে আলম সিদ্দিকী।
সমাবেশে সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার বলেন, ‘জয় বাংলা স্লোগান আমাদের চেতনার উৎস, আমাদের প্রেরণার শক্তি। এ স্লোগান মুক্তিযুদ্ধের শ্লোগান। জয় বাংলাকে হৃদয়ে ধারণ করে বঙ্গবন্ধুর নেতৃত্বে বীর বাঙালি মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশ স্বাধীন করেছিল। জয় বাংলা আমাদের ভৌগোলিক, সাংস্কৃতিক, সামাজিক ও অর্থনৈতিক মুক্তির স্লোগান। দেরিতে হলেও জয় বাংলাকে জাতীয় শ্লোগান হিসেবে স্বীকৃতি দেয়ায় আমরা বাঙালি হিসেবে গর্বিত।’
তিনি আরও বলেন, ‘২০২০ সালে হাইকোর্ট জয় বাংলাকে জাতীয় স্লোগান করার নির্দেশনা দিয়েছিল। সরকার যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে প্রজ্ঞাপন জারি করে। তরুণ প্রজন্ম যারা আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে তাদের জয় বাংলা স্লোগানে শাণিত হয়ে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত হয়ে কাজ করতে হবে।’
সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের আবদুল মালেক খান, পলাশ বড়ুয়া, ফজলুল হক সিদ্দিকী, নুরুল হুদা চৌধুরী, কামাল উদ্দিন, রাজীব চন্দ, নবী হোসেন সালাউদ্দিন, সোহেল ইকবাল, ইমরান মুন্না, ইয়াকুব মুন্না, আশরাফ খান, এস এম রাফি, মিশু সেন, আবদুর রহিম, সেলিম উদ্দিন, আরিফুল ইসলাম।
সারাবাংলা/আরডি/ একে