শাজাহানপুর থেকে অপহৃত দুই স্কুল শিক্ষার্থী উদ্ধার, গ্রেফতার ২
৫ মার্চ ২০২২ ২০:৫৮
বগুড়া: শাজাহানপুর উপজেলা থেকে অপহৃত দুই স্কুল ছাত্রীকে র্যাব উদ্ধার করেছে। এসময় অপহরণে অভিযুক্ত দুই যুবককে র্যাব গ্রেফতার করেছে। তারা হলো- ইউসুফ আলী (২০) ও মোহাম্মাদ আলী (১৯)।
অপহরণকারীদের শনিবার (৫ মার্চ) শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১২ বগুড়া ক্যাম্প জানায়, গত ১ মার্চ ওই দুই স্কুল শিক্ষার্থী স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিলো। বাড়ি না ফেরায় পরিবারের পক্ষ থেকে থানা ও র্যাবের নিকট অভিযোগ করা হয়। র্যাব বগুড়া ক্যাম্প অপহৃতদের উদ্ধারে খোঁজ নেওয়া শুরু করে।
গোপন সূত্রে খবর পেয়ে র্যাবের একটি দল বৃহস্পতিবার ও শুক্রবার রাতে শাজাহানপুর উপজেলার একাধিক স্থানে অভিযান চালায়। এসময় অপহরণকারীদের গ্রেফতার ও অপহৃত দুই স্কুল শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।
অপহরণের পর দুই স্কুল শিক্ষার্থীকে বিভিন্নস্থানে আটকে রাখা হয়েছিলো বলেও র্যাব জানায়।
সারাবাংলা/এমও