‘কৌশলগত কারণে ভোটদানে বিরত বাংলাদেশ’
৫ মার্চ ২০২২ ২৩:৫৪
চট্টগ্রাম ব্যুরো: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, কৌশলগত কারণে বাংলাদেশ জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে ভোটদানে বিরত ছিল।
শনিবার (৫ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর দেওয়ানজি পুকুর পাড়ের বাসায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী একথা জানান। এর আগে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে রাজধানীতে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন।
ড. হাছান মাহমুদ বলেন, ‘আমাদের পররাষ্ট্র নীতি হচ্ছে সবার সঙ্গে বন্ধুত্ব। আমরা অবশ্যই যেকোনো সংঘাত-যুদ্ধের বিরোধী। পৃথিবীতে শান্তি স্থাপিত হোক, শান্তি বিরাজ করুক- সেটিই আমরা চাই। জাতিসংঘে কৌশলগত কারণে বাংলাদেশ ভোটদানে বিরত ছিল। অনেকসময়ই বাংলাদেশ এমন ভোটদানে বিরত থাকে। এবার শুধু বাংলাদেশ নয়, ভারতও বিরত ছিল। আরও অনেক দেশ বিরত ছিল।’
সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, ‘জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে ভোটদানে বিরত থাকা বাংলাদেশের সংবিধানের পরিপন্থী।’
এ বিষয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ভারত কেন ভোটদানে বিরত ছিল, সেই ব্যাখাটা যদি একটু মির্জা ফখরুল সাহেব দিতেন ভালো হতো। সব বিষয়ে মতামত দিতে গিয়ে তিনি খেই হারিয়ে ফেলেছেন। খালেদা জিয়ার জীবন সংকটাপন্ন, এমন কথা বলে বিএনপি নেতারা মানুষকে ধোঁকা দেয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু খালেদা জিয়া সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ায় তারা প্রচণ্ড হতাশ। এখন জাতিসংঘে ভোটদানের ইস্যু তুলে খড়কুটো ধরে তারা রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছেন মাত্র।’
যুদ্ধাবস্থার মধ্যে ইউক্রেনে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের রক্ষায় সরকার তৎপর বলে জানান তথ্যমন্ত্রী।
সম্প্রতি রকেট হামলায় বাংলাদেশি জাহাজ ক্ষতিগ্রস্ত ও এক নাবিক নিহতের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘সরকার জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করে দ্রুত নাবিকদের জীবন রক্ষাকে গুরুত্ব দিয়েছে। নাবিকদের নিরাপদে সরিয়ে নিয়েছে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই ধন্যবাদ পাওয়ার অধিকার রাখেন। একইভাবে ইউক্রেনে আরও যারা বাংলাদেশি আছেন, তাদেরও নিরাপদ স্থানে নিয়ে যাবার জন্য সরকার বিভিন্ন দূতাবাসের মাধ্যমে কাজ করছে। ইতোমধ্যে অনেককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।’
সারাবাংলা/আরডি/পিটিএম