Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিয়েভে সর্বাত্মক রুশ হামলার হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক
৭ মার্চ ২০২২ ১১:২২

ইউক্রেনের রাজধানী কিয়েভে সর্বাত্মক আক্রমণ শুরু করার দ্বারপ্রান্তে রুশ বাহিনী, এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইউক্রেনীয় প্রতিরক্ষা কর্মকর্তারা।

এদিকে, কিয়েভে হামলার চালাতে রুশ সেনারা উপকরণ জড়ো করেছে। এছাড়াও ট্যাংক এবং মোটরবাহিত পদাতিক ইউনিটগুলো রাজধানীর উপকণ্ঠে এরপিনের দিকে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির আর্মি জেনারেল স্টাফ।

ইউক্রেনের তরফ থেকে বিবিসিকে জানানো হয়েছে, রুশ কমান্ডাররা বেলারুশ থেকে চেরনোবিলের ভেতর দিয়ে বাহিনীগুলোকে জ্বালানি সরবরাহ করছে।

অন্যদিকে পূর্বাঞ্চলীয় শহর খারকিভ, চেরনিহিভ, সুমাই ও দক্ষিণাঞ্চলীয় শহর মাইকোলায়িভ ঘিরে ফেলার প্রচেষ্টা জোরদার করেছে রাশিয়ার সামরিক বাহিনী, এমন খবরও জানাচ্ছেন তারা।

রোববার (৬ মার্চ) এরপিন শহর ছেড়ে পালানোর সময় এক মা তার দুই সন্তানসহ রুশ বাহিনীর মর্টার হামলায় মারা গেছেন বলে কয়েকটি সূত্র নিশ্চিত করেছে।

অপরদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলছেন, মস্কোর দাবি পূরণ না হওয়া পর্যন্ত সামরিক অভিযান চলবে।

সারাবাংলা/একেএম

ইউক্রেন যুদ্ধ ইউক্রেন-রাশিয়া কিয়েভ রুশ প্রেসিডেন্ট পুতিন রুশ বাহিনী সর্বাত্মক হামলা


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর