Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে মাদরাসা থেকে ফের ছাত্রের লাশ উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২২ ১২:৪১ | আপডেট: ৮ মার্চ ২০২২ ১২:৪৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে তিনদিনের ব্যবধানে আরেক মাদরাসা থেকে এক ছাত্রের লাশ উদ্ধার হয়েছে। ওই ছাত্রের মাথায় আঘাতের চিহ্ন আছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৮ মার্চ) সকাল ১১ টার দিকে নগরীর পাঁচলাইশ থানার পিলখানা এলাকার আলী বিন আবু তালিব মাদরাসা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। মৃত মো. আরমান হোসেন (১০) নগরীর মুরাদপুর মির্জারপুল এলাকার আব্বাস উদ্দিনের ছেলে।

মাদরাসায় ছাত্র খুনের নেপথ্যে যৌন নিপীড়ন, ধারণা পুলিশের

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) আরাফাতুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘মাদরাসার ভেতরে সীমানা প্রাচীরের পাশ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। মাথায় আঘাতের চিহ্ন আছে। উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসক তার মৃত্যুর বিষয় নিশ্চিত করেন। কিভাবে মৃত্যু হয়েছে, সেটা ময়নাতদন্ত এবং পুলিশের তদন্তে বের হবে।’

এর আগে, গত শনিবার বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নে চরণদ্বীপ দরবার শরীফ পরিচালিত আল্লামা শাহ সূফী অছিয়র রহমান মাদরাসার ভেতর থেকে এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়।

সাত বছরের ওই শিশু মাদরাসার হেফজখানা বিভাগের কায়দা শাখার ছাত্র ছিল। তাকে গলা কেটে খুন করা হয়েছিল।

সারাবাংলা/আরডি/এমও

চট্টগ্রাম ছাত্রের লাশ উদ্ধার টপ নিউজ মাদরাসা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর