Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেয়ারের দাম এক দিনে ২ শতাংশের বেশি কমতে পারবে না

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২২ ১৯:৩৬ | আপডেট: ৮ মার্চ ২০২২ ২১:৪১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: পুঁজিবাজারের অব্যাহত দরপতন ঠেকাতে নতুন করে সার্কিট ব্রেকার (সীমা) আরোপ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন নিয়ম অনুযায়ী কোনো কোম্পানির শেয়ারের দাম এক দিনে স‌র্বোচ্চ বাড়‌তে পার‌বে ১০ শতাংশ। অন্যদিকে এক দিনে শেয়ার দাম ২ শতাংশের বেশি কমতেও পারবে না।

আগামীকাল বুধবার (৯ মার্চ) থেকে নতুন এই নির্দেশনা কার্যকর হবে। মঙ্গলবার (৮ মার্চ) বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এসময় বিসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পুঁজিবাজারে চলমান নেতিবাচক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ারের এই সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন- ৪ দিন পর পতন থেমেছে, পুঁজিবাজারে বিনিয়োগকারীদের স্বস্তি

বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, বর্তমান পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই নিয়ম আগের মতো দীর্ঘমেয়াদি হবে না। পরিস্থিতির উন্নতি হলে ২ শতাংশের সীমা তুলে নেওয়া হবে।

তি‌নি আরও ব‌লেন, স্ট‌্যাবিলাই‌জেশন ফান্ড থে‌কে ১০০ কো‌টি টাকা বি‌নি‌য়ো‌গের জন‌্য আইসিবি‌কে নি‌র্দেশ দেওয়া হ‌য়ে‌ছে। আইসিবি এরই ম‌ধ্যে এটি নি‌য়ে কাজ শুরু ক‌রে‌ছে।

শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, বাণিজ্যিক ব‌্যাংকগু‌লোর যে ২০০ কো‌টি টাকা ক‌রে পুঁজিবাজারে বি‌নি‌য়ো‌গের কথা র‌য়ে‌ছে, বর্তমানে তা‌ বি‌নি‌য়ো‌গের জন‌্য বাংলা‌দেশ ব‌্যাংক অন্য ব‌্যাংকগু‌লো‌কে উৎসাহ দি‌চ্ছে। যেসব ব‌্যাংক এখনো এ সংক্রান্ত তহবিল গঠন ক‌রে‌নি, তা‌দের‌ তহবিল গঠন করার জন‌্যও বাংলাদেশ ব‌্যাংক নি‌র্দেশনা দি‌য়ে‌ছে। এ জন্য তিনি বিএসইসির পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংককে ধন‌্যবাদ জানান।

বিএসইসি কমিশনার বলেন, রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধাবস্থা ও বাংলাদেশ শিপিং করপোরেশনের একটি জাহাজ পরিত্যক্ত ঘোষণাকে অনেকে বড় করে প্রচার করে গুজব ছড়ানো হয়েছে। গুজব ছড়ানো এমন ৩৫ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, পুঁজিবাজারে লেনদেনের গতি বাড়াতে ও বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে কমিশন টি+১ সেটেলমেন্ট চালুর উদ্যোগ নিয়েছে। তবে তা চালুর আগে বাজারে টি+১ সেটেলমেন্টের প্রকৃত অর্থে ইতিবাচক প্রভাব পড়বে কি না, তা যাচাই করা হবে।

তিনি আরও বলেন, পুঁজিবাজারে লেনদেনের গতি বাড়াতে ও বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে কমিশন টি+১ সেটেলমেন্ট চালুর উদ্যোগ নিয়েছে। তবে তা চালুর আগে বাজারে টি+১ সেটেলমেন্টের প্রকৃত অর্থে ইতিবাচক প্রভাব পড়বে কি না, তা যাচাই করা হবে।

তিনি বলেন, শেয়ারবাজারে ইনভেস্টমেন্ট করেপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ভূমিকাটা যেমন হওয়া দরকার ছিল, তা কোম্পানিটির বর্তমান ম্যানেজমেন্ট উপলব্ধি করছেন। আশা করি এই বিনিয়োগকারী প্রতিষ্ঠানটি আগামীতে পুঁজিবাজারে শেয়ারবাজারে সঠিক ভূমিকা রাখতে পারবে।

সারাবাংলা/জিএস/টিআর

পুঁজিবাজার বিএসইসি সার্কিট ব্রেকার স্টক এক্সচেঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর