Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারীদের নিরাপদে ঘরে ফেরার নিশ্চয়তা চায় টিইউসি

সারাবাংলা ডেস্ক
৮ মার্চ ২০২২ ২১:৩৭

ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা ও র‌্যালি করেছে ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)। কর্মক্ষেত্র থেকে নারীদের নিরাপদে ঘরে ফেরার নিশ্চয়তা দেওয়ার দাবি এসেছে এই কর্মসূচি থেকে।

মঙ্গলবার (৮ মার্চ) বিকেলে নগরীর মুরাদপুরে সংগঠনের কার্যালয় প্রাঙ্গনে এ সভায় হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি জাহেদা আক্তার।

সভায় টিইউসির কেন্দ্রীয় সদস্য দিলীপ কুমার নাথ বলেন, ‘অধিকাংশ কর্মক্ষেত্রই নারীদের জন্য এখনো বৈরি। শ্রমিক ঠকানো তো আছেই, যৌন নিপীড়নের শিকারও হতে হয়। নারী পোশাক শ্রমিকদের অনেক রাত পর্যন্ত কাজ করতে হয়। ঘরে ফেরার পথে নানা বিড়ম্বনায় পড়তে হয় তাদের। নারীদের কর্মস্থল থেকে ঘরে ফেরার পথে পূর্ণ নিরাপত্তা দিতে হবে। এছাড়া ধর্মান্ধ গোষ্ঠী নারীর চলার পথে নানা প্রতিবন্ধকতা তৈরি করে। এই অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন গড়ে তুলতে হবে।’

সভায় আরও বক্তব্য রাখেন— টিইউসি নেতা এম এ তাহের, মরিয়ম বেগম, মিলি আক্তার, মোহাম্মদ সরোয়ার কামাল, মোহাম্মদ কুদ্দুস, তাজনাহার ফাতেমা বেগম।

সারাবাংলা/আরডি/এনএস

ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) নারী দিবস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর