রাশিয়া থেকে আমেরিকায় তেল আমদানি নিষিদ্ধ
৮ মার্চ ২০২২ ২২:১৪ | আপডেট: ৯ মার্চ ২০২২ ০৩:৫৯
ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের মুখে রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি নিষিদ্ধ করার ব্যাপারে নীতিগত সিদ্ধান্তে পৌঁছেছে যুক্তরাষ্ট্র।
এই ইস্যুতে ওয়াকিবহাল একটি সূত্রের বরাতে বার্তাসংস্থা রয়টার্স জানাচ্ছে, মঙ্গলবার (৮ মার্চ) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকালে প্রেসিডেন্ট জো বাইডেন এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।
এদিকে, ইউক্রেনে আগ্রাসনের জবাবে রাশিয়ার ওপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ইতোমধ্যেই ব্যারেলপ্রতি ১২৯ মার্কিন ডলার ছাড়িয়েছে।
এর আগে, কেবলমাত্র ২০২১ সালে প্রতি মাসে আমেরিকা রাশিয়া থেকে ২০.৪ মিলিয়ন ব্যারেল জ্বালানি তেল আমদানি করেছে। যা দেশটির আমদানি করা তরল জ্বালানির প্রায় আট শতাংশ। ইউক্রেন যুদ্ধের কারণে এই জ্বালানি উৎসের ওপর নিষেধাজ্ঞা জারি করে বাইডেন প্রশাসন নতুন কোনো বিপদে পড়ে কি না, তাই দেখার বিষয়।
সারাবাংলা/একেএম