Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাটের সুতা উৎপাদনের স্বীকৃতি পেল আকিজ জুট মিলস

সারাবাংলা ডেস্ক
৯ মার্চ ২০২২ ২০:০৪

পাটের সুতা উৎপাদন করে স্বীকৃতি পেয়েছে আকিজ জুট মিলস লিমিডেট। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জাতীয় পাট দিবসের আয়োজনে প্রতিষ্ঠানটিকে পাটের সুতা উৎপাদনে সেরা পাটকলের সম্মাননা দেওয়া হয়েছে।

গত রোববার (৬ মার্চ) জাতীয় পাট দিবসের অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন (সিআইপি)।

বিজ্ঞাপন

আকিজ গ্রুপ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জাননো হয়েছে, ২০১৭ সাল থেকে আয়োজিত পাট দিবসে আকিজ জুট মিলস প্রতিবছরই এই পুরস্কারটি পেয়ে আসছে।

সেখ নাসির উদ্দিন বলেন, বরাবরের মতো এবারও এ অর্জনে আমরা আনন্দিত এবং গর্বিত। বাংলাদেশে উৎপাদিত পাটকে আমরা বিশ্ব দরবারে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আকিজ গ্রুপ সবসময়ই গুণগত মানে বিশ্বাস করে। পাটের সুতার ক্ষেত্রেও আমরা সবসময় আন্তর্জাতিক মান বজায় রাখতে সচেষ্ট থাকি। আকিজ জুট মিলস সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক অনুষ্ঠানে আকিজ জুট মিলসকে তাদের এই অর্জনের জন্য অভিনন্দন জানান। তিনি বলেন, এই অর্জন একটি মাইলফলক। তারা এভাবেই পাটজাত পণ্য উৎপাদনে আরও বৃহত্তর পরিসরে ভূমিকা রাখতে বলে আশাবাদ জানান মন্ত্রী।

সারাবাংলা/টিআর

আকিজ গ্রুপ আকিজ জুট মিলস লিমিটেড কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক পাট দিবস বস্ত্র ও পাটমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর