Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ইউক্রেনে জীবাণু অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের গবেষণা’

আন্তর্জাতিক ডেস্ক
১০ মার্চ ২০২২ ১৩:১৫

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা, ছবি: তাস

ইউক্রেনের ল্যাবে মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক উদ্দেশ্যে জীবাণু নিয়ে গবেষণা করছিল বলে অভিযোগ করেছে রাশিয়া। এ কর্মসূচির সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়কে ওয়াশিংটনের অবহিত করা উচিত বলেও মনে করে দেশটি। খবর রাশিয়ান সংবাদ সংস্থা তাস’র।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা গতকাল বুধবার (৯ মার্চ) এক সংম্মেলনে এ অভিযোগ করেছেন।

এ বিষয়ে মারিয়া জাখারোভা বলেন,‘ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানকালে এ বিষয়টি প্রকাশ পায়। কিন্তু সামরিক উদ্দেশ্যে পরিচালিত জীবাণু কর্মসূচির চিহ্নগুলোকে জরুরিভাবে ঢেকে রাখার প্রচেষ্টা করে কিয়েভ সরকার।’

তিনি আরও বলেন, ‘এটি কোনো শান্তিপূর্ণ উদ্দেশ্যে গবেষণা ছিল না। কারণ মার্কিন প্রতিরক্ষা বিভাগের অর্থায়নে এই প্রকল্প পরিচালিত হচ্ছিল।’

মারিয়া জাখারোভা আরও বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ এবং বাইডেন প্রশাসনকে এসব কর্মসূচির বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবহিত করা দরকার। তবে কোনো মুখপাত্রের মাধ্যমে নয়, আনুষ্ঠানিকভাবেই করা উচিত।’

সারাবাংলা/এনএস

ইউক্রেন জীবাণু অস্ত্র মারিয়া জাখারোভা মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর