Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেসবুকে মানহানিকর কনটেন্ট নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২২ ১৬:৫৬

ফাইল ছবি

ঢাকা: ফেসবুকসহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর কনটেন্ট প্রচার ও প্রকাশ নিয়ন্ত্রণে যথার্থ পদক্ষেপ নিতে একটি কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট। ওই কমিটিকে সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে সুপারিশ প্রতিবেদন আকারে ৩০ দিনের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে।

ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসির চেয়ারম্যান, আইন ও সংসদ বিষযক সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয় আভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব, পররাষ্ট্র সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি, বাংলাদেশ সংবাদপত্র এসোসিয়েশনের একজন প্রতিনিধি ও টেলিভিশন চ্যানেলগুলোর একজন প্রতিনিধিকে ওই কমিটিতে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১০ মার্চ) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোস্তাফিজুর রহমান খান।

আদেশের বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করে তিনি বলেন, ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর কনটেন্ট নিয়ন্ত্রণে কী পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে একটি কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আগামী ৩০ দিনের মধ্যে ওই কমিটিকে এ বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এ ছাড়া রিটকারীর আবেদন আগামী ১৫ দিনের মধ্যে নিষ্পত্তি করতে দেওয়া হয়েছে।

এর আগে ফেসবুকে মানহানিকর কনটেন্ট নিয়ন্ত্রণে যথাযথ কতৃপক্ষের কাছে একটি আবেদন করেন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফুর রহমান। ওই আবেদনের বিষয়ে কোনো ব্যবস্থা না নেওয়ায় এ বিষয়ে হাইকোর্টে রিট দায়ের করেন তিনি। পরে আদালত আজ শুনানি নিয়ে রুলসহ এই আদেশ দেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/এসএসএ

হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর