চবি প্রীতিলতা হলের শিক্ষার্থীদের ৮ দফা দাবিতে বিক্ষোভ
১০ মার্চ ২০২২ ১৮:১১
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রীতিলতা হলের শিক্ষার্থীরা খাবারের মান বৃদ্ধিসহ আট দফা দাবিতে বিক্ষোভ করেছেন। এসময় হলের প্রভোস্টের কক্ষে তালা লাগিয়ে দিয়েছেন তারা।
বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা প্রভোস্টের কক্ষে তালা দেন। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তালা খুলে দেয়।
শিক্ষার্থীদের আট দফা দাবির মধ্যে আছে— হলের হাউজ টিউটরদের নিয়মিত নির্দিষ্ট সময়ে হলে উপস্থিত হতে হবে, আবাসনের সমতা বণ্টন করতে হবে, হলের দোকানদার ডাইনিং ও ক্যান্টিন কর্মচারীদের অশোভন আচরণ প্রতিকার করতে হবে, হলের কর্মকর্তা-কর্মচারীদের কাজে ইচ্ছাকৃত দেরি করার প্রবণতা বন্ধ করতে হবে, পানির সংকট নিরসন করতে হবে, হলের সংস্কার কাজ নিয়ে অভিযোগ জানানোর দুই কর্মদিবসের মধ্যে কাজ করতে হবে, একজন দু’টি কাজের দায়িত্ব নিতে পারবেন না, খাবারের মান বাড়াতে হবে এবং দামের তালিকায় প্রভোস্টের সই থাকতে হবে।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, প্রভোস্টের প্রশ্রয় পেয়ে হলের কর্মচারীরা শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করে থাকে। আমরা অভিযোগ দিলেও সমাধান হয় না। হলের খাবার খুবই নিম্ন মানের। এ বিষয়ে কর্তৃপক্ষের কোনো নজরদারি নেই।
শিক্ষার্থীদের অভিযোগ, এসব বিষয়ে প্রভোস্টের দৃষ্টি আকর্ষণ করা হলেও তিনি কোনো প্রতিকার করেননি। এসব অভিযোগ বিষয়ে জানতে প্রীতিলতা হলের প্রভোস্ট পারভীন সুলতানাকে ফোন করা হলে তিনিও এ প্রতিবেদকের ফোন রিসিভ করেননি।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. আহসানুল কবীর বলেন, বিক্ষোভরত প্রীতিলতা হলের শিক্ষার্থীরা সমস্যার বিষয়ে অভিযোগ দিয়েছেন। আমরা হলে গিয়ে তালা খুলে দিয়েছি। হল প্রশাসনের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করা হচ্ছে।
সারাবাংলা/সিসি/টিআর