Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিতে নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২২ ১৯:২৫ | আপডেট: ১০ মার্চ ২০২২ ২১:৫১

ফাইল ছবি

ঢাকা: ২০২১ সালের শারদীয় দুর্গা পূজাকে কেন্দ্র করে উগ্র সাম্প্রদায়িক অশুভ গোষ্ঠীর হামলায় নোয়াখালী, কুমিল্লা ও কক্সবাজার জেলায় ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের মন্দির, পূজা মণ্ডপ ও ব্যবসা প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা দিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া বলেন, আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ ফান্ড থেকে হিন্দু সম্প্রদায়ের ৩১টি ক্ষতিগ্রস্ত মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৪ লাখ ৭৫ হাজার টাকার চেক হস্তান্তর করতে যাচ্ছি।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটুর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতেও এই অর্থ সহায়তার কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকেও ক্ষতিগ্রস্ত মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানকে একইরকম মানবিক সহায়তা দেওয়া হচ্ছে।

সারাবাংলা/এনআর/টিআর

আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্তদের সহায়তা সাম্প্রদায়িক হামলা

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর