Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুতিন ও জেলেনস্কির বৈঠকের ইঙ্গিত দিল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
১১ মার্চ ২০২২ ২১:০৩

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ, ছবি: তাস

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদোমির জেলেনস্কির মধ্যে সম্ভব্য বৈঠককের ইঙ্গিত দিয়েছেন রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ। বিবাদমান দুই শীর্ষ নেতার সম্ভব্য বৈঠকের বিষয়টি অস্বীকার না করে তিনি বলেন, ‘এজন্য আরও প্রস্তুতির প্রয়োজন রয়েছে।’ খবর রাশিয়ান সংবাদ সংস্থা তাস’র।

শুক্রবার (১১ মার্চ) এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

নিকট ভবিষ্যতে রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টের মধ্যে সম্ভব্য বৈঠকের বিষয়ে তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিনের করা মন্তব্যের প্রতিক্রিয়ায় দিমিত্রি পেসকভ বলেন, ‘পুতিন ও জেলেনস্কির মধ্যে বৈঠকের সম্ভাবনা কেউ উড়িয়ে দিচ্ছেন না। তত্ত্বগতভাবে এটি আসলেই সম্ভব।’

তিনি বলেন, ‘প্রথমে দুই দেশের চলমান বৈঠকের প্রতিনিধিদল এবং মন্ত্রীদের তাদের কাজ নিশ্চিত করতে হবে। যাতে করে দুই প্রেসিডেন্ট শুধু নিয়ম রক্ষার খাতিরে নয়, যথার্থ ফল অর্জনের জন্য বৈঠক করেন।’

দিমিত্রি পেসকভ আরও বলেন, ‘রাশিয়ার অবস্থান কোনো গোপন বিষয় নয়। এটি লিখিত প্রস্তাব আকারে ইউক্রেনের আলোচকদের দেওয়া হয়েছে। এখন আমরা তাদের ব্যাখ্যার জন্য অপেক্ষা করছি।’

এর আগে গতকাল বৃহস্পতিবার (১০ মার্চ) ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা’র সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ওই বৈঠক শেষে ল্যাভরভ বলেন, পুতিন কখনই যোগাযোগ রাখতে অস্বীকার করেননি, এজন্য কখনো চেষ্টাও করেনি। তবে এ বিষয়ে নির্দিষ্ট চুক্তি করতে চায় মস্কো।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

ইউক্রেন ভলদোমির জেলেনস্কি ভ্লাদিমির পুতিন রাশিয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর