‘হরতালে বিএনপির সমর্থন কেন? আমরা তো চাইনি’
১২ মার্চ ২০২২ ২২:৫৬
চট্টগ্রাম ব্যুরো: দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বামজোটের ডাকা হরতালে বিএনপির সমর্থনের ‘প্রয়োজন নেই’ বলে জানিয়েছেন সিপিবি সভাপতি মো. শাহআলম।
নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১২ মার্চ) বিকেলে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি একথা জানান। নগরীর সিনেমা প্যালেস মোড়ে চট্টগ্রাম জেলা সিপিবি এ সমাবেশের আয়োজন করে।
শাহআলম বলেন, ‘বাংলাদেশে এখন নীতিগত কোনো বিরোধীদল নেই। সরকারি দল আর বিরোধীদলের নীতি এক। বিরোধ শুধু লুটপাটের ভাগাভাগি নিয়ে। বাংলাদেশে এখন একমাত্র নীতিগত বিরোধীদল হচ্ছে সিপিবি আর বামপন্থীরা।’
২৮ মার্চ বামজোটের ডাকা আধাবেলা হরতালে বিএনপির ‘সমর্থন ও সহায়তা’ থাকবে বলে দলটির এক নেতার বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘কি কারণে হরতালে সমর্থন দিলেন? আমরা তো আপনাদের সমর্থন চাই না। কেন সমর্থন দিলেন? আমরা কি চেয়েছিলাম হরতালে সমর্থন? আমরা মানুষের জান নিয়ে লড়ছি। এখানে কেন ঢুকলেন? মানুষকে বিভ্রান্ত করার জন্য? আওয়ামী লীগ যাতে বামপন্থীদের বিএনপির দালাল বলে সেই সুযোগ করে দেওয়ার জন্য ?’
বিএনপির উদ্দেশে তিনি আরও বলেন, ‘আপনারা আছেন পাওয়ার গেম পলিটিক্স নিয়ে। আমাদের কাঁধে ভর দিয়ে সেই গেম খেলবেন না। মুরোদ থাকলে নিজেরা লড়েন। আমাদের কাঁধে ভর করবেন না। আমরা সিরাজুল মোস্তাকিম মানে সোজা রাস্তায় আছি। আমরা কাউকে ক্ষমতায় রাখতে চাই না, কাউকে ক্ষমতায় আনতেও চাই না। আমরা নিজেরাই ক্ষমতায় যেতে চাই।’
উল্লেখ্য, শুক্রবার (১১ মার্চ) এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে ২৮ মার্চ দেশব্যাপী ভোর ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত হরতালের কর্মসূচি ঘোষণা করেছে বাম গণতান্ত্রিক জোট। শনিবার ঢাকায় এক কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান বামজোটের হরতালে ‘সমর্থন ও সহায়তার’ ঘোষণা দেন।
শাহআলম বলেন, ‘করোনায় তিন কোটি মানুষ দরিদ্র হয়ে গেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য এমনভাবে বাড়ছে, মানুষ অসহায় হয়ে পড়েছে। অথচ সরকারের কিছু মন্ত্রী এদেশে কোনো গরিব নেই বলে বেঈমানি ও মোনাফেকী কথাবার্তা বলছে। নিত্যপণ্যের বাজার সিন্ডিকেটের দখলে চলে গেছে। চাল, ডাল, তেল, চিনি সিন্ডিকেট দাম বাড়ায়। তারা বাজার দখলে নিয়েছে, দেশের সংসদও দখলে নিয়েছে। এরা দেশের জনগণের মাত্র পাঁচ শতাংশ। এই পাঁচ শতাংশ পঁচানব্বই শতাংশ মানুষকে জিম্মি করে ফেলেছে।’
সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহার সভাপতিত্বে ও সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়ার সঞ্চালনায় আরও বক্তব্য দেন সিপিবি চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি কানাই লাল দাশ, জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, সম্পাদকমন্ডলীর সদস্য উত্তম চৌধুরী, মছি উদ-দৌলা, কোতোয়ালি থানার সভাপতি প্রদীপ ভট্টাচার্য, সীতাকুণ্ড উপজেলার সভাপতি জহির উদ্দিন মাহমুদ এবং জামাল উদ্দিন।
সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল নগরীর সিনেমা প্যালেস মোড় থেকে শুরু হয়ে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
সারাবাংলা/আরডি/পিটিএম