বাংলাদেশ সফরে আসবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
১৩ মার্চ ২০২২ ১৬:৩৮
ঢাকা: বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসলু। বাংলাদেশের আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন, শিগগিরই পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফর করবেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন আনাতোলিয়া কূটনীতি ফোরামে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এই আলোচনা করেছেন। রোববার (১৩ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসলুর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে ড. মোমেন রোহিঙ্গা সংকটের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এসময় তুরস্ক রোহিঙ্গাদের সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেয়। তুরস্ক বলেছে, রোহিঙ্গা সংকট সমাধানে সবসময় বাংলাদেশের পাশে থাকবে তারা।
দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী চলতি বছরের মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বাংলাদেশ সফরের জন্য দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একসঙ্গে কাজ করবে বলেও একমত হয়েছেন। আলোচনায় তারা দুই দেশকে অকৃত্রিম বন্ধু বলেও উল্লেখ করেন।
তুরস্ক ছাড়াও অস্ট্রিয়া ও কিরগিজ প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ড. মোমেন।
ড. মোমেন অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার শ্যালেনবার্গের সঙ্গে আলোচনায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদ্যাপনের বিষয়টি তুলে ধরেন। তারা দেশ দুটির মধ্যে বাণিজ্য বিস্তারের সম্ভাবনাময় খাতগুলো নিয়েও আলোচনা করেন।
এরপর কিরগিজ প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী রুসলান কাজাকবায়েভ আইতবায়েভিচের সঙ্গেও বৈঠক করেন ড. মোমেন। ড. মোমেন দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ আগামী দিনে কিরগিজ প্রজাতন্ত্রের সঙ্গে একযোগে কাজ করতে ইচ্ছুক।
এসময় ড. মোমেন, কোভিড-১৯ এর চ্যালেঞ্জ মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের নীতিগুলো নিয়ে আলোচনা করেন। মহামারির সময়েও বাংলাদেশ কিভাবে অর্থনীতির চাকা সচল রেখেছেন সে বিষয়টি উল্লেখ করে রগিজ প্রজাতন্ত্রকে বাণিজ্য বৃদ্ধির আহ্বান জানান।
সারাবাংলা/টিএস/এসএসএ