Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২২ ১৯:২৫ | আপডেট: ১৩ মার্চ ২০২২ ১৯:৩১

প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার পৌর এলাকার হাজরাহাটিতে চলন্ত মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে চালক এসএসসি পরীক্ষার্থী সাইফ আহমেদ (১৬) নিহত হয়েছেন।

রোববার (১৩ মার্চ) বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফ হাজরাহাটির মরহুম শরিফ আহম্মেদের ছেলে ও নীলমনিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলো।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, সাইফ মোটরসাইকেল চালাতে গেলে হাজরাহাটিতেই সে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। স্বজনরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

দুর্ঘটনার ব্যাপারে কারো কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

সারাবাংলা/এমও

এসএসসি পরীক্ষার্থী নিয়ন্ত্রণ মোটরসাইকেল দুর্ঘটনা সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর