শ্রীনগর থেকে সাড়ে ৭ হাজার পিছ ইয়াবা উদ্ধার
১৪ মার্চ ২০২২ ১৭:২০
মুন্সীগঞ্জ: শ্রীনগর উপজেলার তিন দোকান বাজার এলাকা থেকে সাড়ে ৭ হাজার পিছ ইয়াবা উদ্ধার করেছে র্যাব-১০। সোমবার (১৪ মার্চ) ভোরে ২ জনকে আটক করে তাদের কাছ থেকে এই ইয়াবা উদ্ধার করা হয়।
সিপিসি-২ র্যাব-১০ এর শ্রীনগরের মিডিয়া অফিসার এএসপি এনায়েত কবির শোয়েব সোমবার বিকেল ৪টায় এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদর ভিত্তিতে র্যাব-১০ এর ভাগ্যকুল ক্যাম্পের একটি টিম তিন দোকান এলাকায় অভিযান চালায়। র্যাবের সদস্যদের দেখে শাজাহার স্টোরের সামনে ২ জন একটি ব্যাগ নিয়ে দৌড় দেয়।
এসময় র্যাব সদস্যরা আবু তাহের (২১) ও খাইরুল আমিন (২২) নামে ওই ২ জনকে ধরে ফেলে এবং তাদের ব্যাগে তল্লাশি চালিয়ে ৭ হাজার ৫১৫ পিছ ইয়াবা উদ্ধার করে।
আটকদের বাড়ি কক্সবাজারের কুতুপালং এলাকার রোহিঙ্গা ক্যাম্পে। তারা পেশাদার মাদক ব্যবসায়ী। কক্সবাজার থেকে ইয়াবা এনে শ্রীনগরসহ বিভিন্ন এলাকায় তারা সরবরাহ করতো বলে র্যাব-১০ এর মিডিয়া অফিসার এএসপি এনায়েত কবির শোয়েব জানিয়েছেন। শ্রীনগর থানায় মাদক বিক্রেতাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।
সারাবাংলা/এমও