বাংলাদেশের সমস্যা সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরার আশ্বাস বিজেপি নেতার
১৪ মার্চ ২০২২ ১৯:১৭
ঢাকা: প্রতিবেশী বাংলাদেশের সমস্যা ও চাওয়া-পাওয়ার বিভিন্ন প্রসঙ্গ অবহিত হয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বৈদেশিক বিষয়ক বিভাগের প্রধান ড. বিজয় চাতওয়ালার। বাংলাদেশের ক্ষমতাসীন কেন্দ্রীয় জোট নেতাদের কথাগুলো অবহিত হয়ে তা ভারতের নীতি নির্ধারণী মহলে তুলে ধরার আশ্বাসও দিয়েছেন।
সোমবার (১৪ মার্চ) বিকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে ১৪ দলের সঙ্গে বৈঠক করেন ঢাকায় সফররত এই বিজেপি নেতা।
বৈঠক শেষে ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র এবং আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেন, ‘তাদের দলীয় উদ্দেশ্য বিভিন্ন দেশের রাজনৈতিক দল এবং দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করা। সেই লক্ষ্যে তাদের এই সফর। তারই অংশ হিসেবে তারা বাংলাদেশে আসছে। সেই হিসেবে আমাদের আওয়ামী লীগের সঙ্গে মতবিনিময় হয়েছে।’
আমু বলেন, ‘রাজনৈতিক দলগুলো সঙ্গে সংযোগ স্থাপন করাই তাদের উদ্দেশ্য, সেই হিসেবে ১৪ দলের সঙ্গেও বৈঠক করেছেন। তিনি (বিজয় চাতওয়ালার) আমাদের মতামত কি? বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কি, আমরা কি চাই, ইত্যাদি নানা বিষয়ে আলোচনা হয়েছে। মূলত সম্পর্ক উন্নয়নে যা যা জানা দরকার বোঝা দরকার, সেগুলো বোঝা পড়া করার জন্য এই আলোচনা। আমরা আমাদের কথা বলেছি, তিস্তার পানির কথা বলেছি, বর্ডার কিলিং বিষয়ে তুলে ধরেছি। আসাম থেকে যারা মাইগ্রেন্ট করেছে তাদের বিষয়েও বলেছি। তাদের পাঠানো এগুলো যাতে না হয় এগুলো নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। তিনি (বিজয় চাতওয়ালার) যথাযথ জায়গায় পৌঁছে দেবেন বলে আশ্বস্ত করেছেন এবং এই ব্যাপারে তিনি তার ভূমিকা রাখবেন।’
বিজেপি নেতা বিজয়ের সঙ্গে আ.লীগ ও ১৪ দলের বৈঠক
আমু বলেন, ‘এটা পার্টি লেবেলে আলোচনা। তিনিও সরকারে নাই, আমরাও নাই। পার্টি টু পার্টি আলোচনা। তিনিও সরকারি দলের লোক আমরাও সরকারি দলের সেই হিসেবে একটা জায়গায় মিল আছে।’
এই পর্যায়ে তো অনেক আলোচনা হয়েছে সমাধানের কি কোনো পথ বের হলো? এমন প্রশ্নের জবাবে আমির হোসেন আমু বলেন, ‘আলোচনা হতে হতেই একটা সময় সমাধানে আসে। অনেক বার অনেক আলোচনা হয়েছে, হতে হতে সমাধান হবে।’
আগামী নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না এ বিষয়ে তিনি বলেন, ‘না, নির্বাচন ব্যাপারে কোনো আলোচনা হয়নি।’
সফরকালে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক হবে কি না এ বিষয়ে ১৪ দলের সমন্বয়ক বলেন, ‘এটা তারা বলতে পারবে। এটা তাদের ব্যাপার। বিভিন্ন দলের সঙ্গেই তারা যোগাযোগ করতে পারে, করুক আমাদের আপত্তি নাই।’
এসময় পাশে ছিলেন, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সভাপতি দীলিপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাড মৃণাল কান্তি দাস। বৈঠকে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী উপস্থিত ছিলেন।
এর আগে বাংলাদেশ সফররত ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বৈদেশিক বিষয়ক বিভাগের প্রধান ড. বিজয় চাতওয়ালার সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলের। পরে কেন্দ্রীয় ১৪দলের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, কাজী জাফরউল্লাহ, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।
সারাবাংলা/এনআর/এমও