রাজশাহীতে ফোমের গুদামে অগ্নিকাণ্ড
১৫ মার্চ ২০২২ ১৩:৪২
রাজশাহী: মহানগরীতে একটি ফোমের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ মার্চ) বেলা পৌনে ১১টার দিকে নগরীর কাদিরগঞ্জ দড়িখড়বোনা এলাকার এই গুদামে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের রাজশাহীর উপপরিচালক দিদারুল আলম জানান, শহিদুল ইসলাম বাচ্চু নামের এক ব্যক্তির মাস্টার এগ্রো অ্যান্ড হার্ডওয়্যারের গুদামের বাইরে সংস্কারের কাজ চলছিল। সেখানে একটি ওয়েল্ডিংয়ের ঝালাইয়ের সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গুদামে ফোম ও আঠাসহ দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে দেরি হয়। তবে ভেতরে কেউ আটকা ছিলেন না। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের চেষ্টায় প্রায় এক ঘণ্টার বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও ঠিক করা যায়নি বলেও জানান তিনি।
গুদামের পাশেই গুদাম মালিক শহিদুল ইসলাম বাচ্চুর বাড়ি। আগুন লাগার পর প্রথমে তাকে গুদামের পাশে দেখা গেলেও পর আর তাকে পাওয়া যায়নি। আবাসিক এলাকায় এ ধরনের দাহ্য পদার্থের গুদাম করার কারণে স্থানীয়রা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
সারাবাংলা/এমও