Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘স্বাধীনতা যুদ্ধে নারীদের আত্মত্যাগ জাতি চিরকাল মনে রাখবে’

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২২ ২২:১৯

ঢাকা: স্বাধীনতা যুদ্ধে নারীদের আত্মত্যাগ বাঙালি জাতি চিরকাল মনে রাখবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)।

মঙ্গলবার (১৫ মার্চ) সন্ধ্যায় রাজধানীর রাওয়া ক্লাবে ‘চেষ্টা নারী সংগঠন’র উদ্যোগে আয়োজিত পাঁচ বীর কন্যাকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন।

গোলাম দস্তগীর গাজী বলেন, ‘মুক্তিযুদ্ধের নয় মাসে অনেক বাংলাদেশি নারী নির্যাতনের শিকার হয়েছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর পাকিস্তান সেনাবাহিনীর হাতে নির্যাতিত নারীদের যথাযোগ্য সম্মান এবং মর্যাদা দেওয়ার জন্য নির্দেশ দেন। এছাড়াও জাতির পিতা তাদের সামাজিকভাবে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছিলেন।’

তিনি বলেন, ‘তারপরও অনেক নারী স্বাধীনতায় তাদের অবদানের যোগ্য মর্যাদা পাননি। সেই অধিকার আদায়ে নারীদেরই এগিয়ে আসতে হবে। নারীদের অবদান ইতিহাসে লিপিবদ্ধ না হলে, মুক্তিযুদ্ধের সার্বিক ইতিহাস পূর্ণতা পাবে না।’

অনুষ্ঠানে বিরোধীদলীয় চিপ হুইপ মসিউর রহমান রাঙ্গা, এমপি, মেহের আফরোজ চুমকি, এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,‘চেষ্টা’ নারী সংগঠনটি বাংলাদেশের ৬৪ টি জেলায় বীরকন্যাদের সামাজিক, অর্থনৈতিক ও স্বাস্থ্য সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে। বীর কন্যাদের মুক্তিযোদ্ধা হিসেবে সার্টিফিকেট প্রাপ্তি ও তাদের মাসিক ভাতা প্রাপ্তিতে সংগঠনটি বিশেষ অবদান রেখে চলছে।

সারাবাংলা/এসজে/পিটিএম

গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক

বিজ্ঞাপন

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর