ইউক্রেনে ৩ সপ্তাহে ৭ হাজার রুশ সেনা নিহত: যুক্তরাষ্ট্র
১৭ মার্চ ২০২২ ১৪:২৯
ইউক্রেনে তিন সপ্তাহ ধরে চলা যুদ্ধে রাশিয়া তাদের সাত হাজারের বেশি সেনা হারিয়েছে বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। তবে এই সংখ্যা অনুমানিক বলেও উল্লেখ করেছেন তারা। নিউইয়র্ক টাইমস’র বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
মার্কিন কর্মকতারা সতর্ক করে বলেছেন, রুশ সেনা নিহত হওয়ার সংখ্যাটি অনুমানিক নির্ভর। বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্যের বিশ্লেষণ, ইউক্রেন ও রাশিয়ার পরিসংখ্যান, স্যাটেলাইটের ছবি এবং আগুনের মুখে পড়া রুশ ট্যাঙ্ক এবং সৈন্যদের ভিডিও পর্যবেক্ষণ করে এ সংখ্যা বের করা হয়েছে।
এদিকে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ১৩ হাজার ৫০০ রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে রাশিয়া মৃতের সংখ্যা ৪৯৮ জন বলে জানিয়েছে।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি প্রতিবেশী ইউক্রেনে সামরিক হামলার নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই দিন থেকেই রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে আসছে পশ্চিমা দেশসহ ইউক্রেনের অন্যান্য মিত্ররা।
সারাবাংলা/এনএস