Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘোড়াঘাটে একদিনে ২ নারীর লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২২ ২২:৫৭

দিনাজপুর: দিনাজপুরের ঘোড়াঘাটে পৃথক দু’টি স্থান থেকে শারমিন আক্তার (১৮) ও কোহিনুর (২৮) নামের দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে ঘোড়াঘাট উপজেলার জমিলাপুর ফরেস্ট এলাকা থেকে কোহিনুর এবং বিকেলে উপজেলার খোদাদাতপুর (ভোতরা দিঘিপাড়া) গ্রামের নিজ বাড়ি থেকে শারমিনের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- ঘোড়াঘাট উপজেলার খোদাদাতপুর (ভোতরা দিঘিপাড়া) গ্রামের ইউসুফ আলীর স্ত্রী শারমিন আক্তার ও ঘোড়াঘাট পৌর এলাকার কাদিমনগর গ্রামের রঞ্জু মিয়ার স্ত্রী কোহিনুর।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সকালে উপজেলার জমিলাপুর বাড়ির পাশে আম বাগানে কোহিনুরের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেয়। পরে সেখান থেকে তার লাশ উদ্ধার করা হয়।’

বিজ্ঞাপন

অপরদিকে, একই দিন বিকেলে উপজেলার খোদাদাতপুর (ভোতরা দিঘিপাড়া) গ্রামের নিজ বাড়িতে ওড়না দিয়ে পেঁচানো অবস্থায় শারমিন নামের আরও একজনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। উদ্ধার করা দুই নারীর লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়া পৃথক দু’টি ইউডি মামলা রুজু করা হয়েছে বলেও জানান ওসি।

সারাবাংলা/এমও

ঘোড়াঘাট লাশ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর