Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অটোরিকশার ধাক্কায় শিক্ষা কর্মকর্তার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট
১৮ মার্চ ২০২২ ২১:৩৪

প্রতীকী ছবি

ভোলা: লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত অটোরিশার ধাক্কায় সাবেক জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রাণ গোপাল দের (৬৪) মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে জেলা শহরের মহাজনপট্টি দড়গা রোডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মৃতের পরিবার জানিয়েছে, সন্ধ্যার দিকে তিনি ঢাকার যাওয়ার উদ্দেশ্যে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের খালপাড় রোডের নিজ বাসা থেকে পায়ে হেঁটে বের হন। পরে দড়গা রোডের কাছাকাছি গেলে পেছন দিক থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা বেপরোয়া গতিতে তাকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাণ গোপাল দে দীর্ঘ দিন ধরে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবেও দায়িত্ব পালন করে ২০১৭ সালে অবসরে যান।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, মরদেহ ভোলা সদর হাসপাতালে রয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/একেএম

বিজ্ঞাপন
সর্বশেষ

গুলশানে দুইজনের গলাকাটা মরদেহ উদ্ধার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৫

ঢাকার পথে প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৩

সম্পর্কিত খবর