Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা: টিপু মুনশি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২২ ১৮:০৯

ঢাকা: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি বলেছেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে। বাংলাদেশ আওয়ামী লীগ একটি সুশৃঙ্খল দল। ঐক্যবদ্ধ থেকে দল ও দেশের জন্য কাজ করতে হবে। নৌকার শক্তিকে কাজে লাগিয়ে দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে। দলের ত্যাগী ও নিবেদিত প্রাণ নেতা-কর্মীদের দলের হাল ধরতে হবে। বিগত দিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামী দিনে সফলতা তুলে আনতে হবে।

শনিবার (১৯ মার্চ) রংপুর জেলার পীরগাছা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ব্যক্তিগত দলাদলি ভুলে দলের জন্য কাজ করতে হবে। দলের স্বার্থবিরোধী মানুষ দলে ভিতরে থেকে দলের ক্ষতি করতে পারে। সে বিষয়ে সচেতন থাকতে হবে।’

টিপু মুনশি বলেন, ‘যারা প্রকৃত পক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ করেন, তারা কোনো দিন দলের ক্ষতি করতে পারে না। সততার সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগ করতে হবে। সামনে জাতীয় নির্বাচন, এখন থেকেই প্রস্তুত হতে হবে। তৃণমূল নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে নেতা নির্বাচন করা হবে।’

পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. তছলিম উদ্দিনের সভাপতিত্ব কর্মী সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ (মিলন) এবং উপজেলার নয়টি ইউনিয়নের নেতা-কর্মীরা বক্তব্য দেন।

পরে বাণিজ্যমন্ত্রী উপজেলার চৌধুরাণী টু জামালগঞ্জ বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি সড়কের উদ্বোধন করেন। এছাড়া, উপজেলার টেপচার বন্দরে ২ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৫৪ মিটার দৈর্ঘ্য ব্রিজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে শাহ আব্দুল হাকিম সুপার মার্কেটের উদ্বোধন করেন তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/পিটিএম

টিপু মুনশি বাণিজ্যমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর