Wednesday 19 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাম্প প্রশাসনে বাণিজ্যমন্ত্রী হচ্ছেন ধনকুবের হওয়ার্ড লাটনিক

আন্তর্জাতিক ডেস্ক
২০ নভেম্বর ২০২৪ ১০:৫৮ | আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ১২:১৯

মার্কিন ধনকুবের হওয়ার্ড লুটনিক

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাণিজ্যমন্ত্রী পদে ধনকুবের হওয়ার্ড লুটনিককে মনোনয়ন দিয়েছেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) ট্রাম্প এক বিবৃতিতে বলেন, ‘ বিনিয়োগ সংস্থা ক্যান্টর ফিটজেরাল্ডের সিইও এবং রিপাবলিকান ট্রানজিশন দলের সহ-সভাপতি লুটনিককে আমার প্রশাসনে বাণিজ্যমন্ত্রী হিসেবে স্বাগত। তার (লুটনিক) ওয়াল স্ট্রিটে ৩০ বছরের বেশি সময় ধরে কাজ করার দুর্দান্ত অভিজ্ঞতা রয়েছে।’

বিজ্ঞাপন

বিবৃতিতে ট্রাম্প আরও বলেন, ‘তিনি (লুটনিক) যুক্তরাষ্ট্রের রাজস্ব ও বাণিজ্যের বিষয়গুলোয় নেতৃত্ব দেবেন। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের অতিরিক্ত প্রত্যক্ষ দায়িত্বও সামলাবেন।’

লুটনিক মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান ক্যানটর ফিতজগেরাল্ডের প্রধান। তিনি রিপাবলিকান পার্টির ক্ষমতা গ্রহণের প্রস্তুতি–সংক্রান্ত দলের কো–চেয়ার হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এটা এমন একটি প্রশাসনিক পদ, যেখানে বসে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও বৃহত্তর ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে সরাসরি সংযোগ রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচিত হয়।

সারাবাংলা/এইচআই

ডোনাল্ড ট্রাম্প বাণিজ্যমন্ত্রী হওয়ার্ড লাটনিক

বিজ্ঞাপন

মেলার ১৯তম দিনে নতুন বই এসেছে ৭০টি
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ২১:২৩

আরো

সম্পর্কিত খবর