Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুদ্ধবিধ্বস্ত কিয়েভের চেয়েও দূষিত ঢাকার বাতাস

আন্তর্জাতিক ডেস্ক
২১ মার্চ ২০২২ ১২:৪১

বায়ু দূষণ [ফাইল ছবি]

বিশ্বের বড় শহরগুলোর মধ্যে দূষিত বায়ুর হিসাবে ফের শীর্ষস্থান দখল করেছে ঢাকা। এমনকি ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত রাজধানী কিয়েভের চেয়েও ঢাকার বাতাস বেশি দূষিত উল্লেখ করে, এ পরিস্থিতিকে ‘চরম অস্বাস্থ্যকর’ বলে জানানো হয়েছে।

বৈশ্বিক বায়ুমান পর্যবেক্ষণ বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারের সবশেষ তথ্য অনুযায়ী, সোমবার (২১ মার্চ) সকালে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ২৪৮। ২২২ স্কোর নিয়ে ঢাকার পরেই রয়েছে পাকিস্তানের লাহোর। ১৬৮ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ইউক্রেনের রাজধানী কিয়েভ।

বিজ্ঞাপন

এদিকে, একিউআই স্কোর ১০১-২০০ এর মধ্যে থাকার অর্থ হলো সেখানকার বায়ুমান ‘অস্বাস্থ্যকর’। স্কোর ২০১-৩০০ এর মধ্যে থাকার অর্থ বায়ুমান ‘চরম অস্বাস্থ্যকর’ আর ৩০১-৪০০ এর মধ্যে স্কোর থাকার অর্থ বায়ুমান ‘বিপজ্জনক’।

এমনিতেই ঢাকার বায়ুমান শীত আসলেই অস্বাস্থ্যকর হয়ে পড়ে এবং বর্ষা আসার সঙ্গেসঙ্গে বায়ুমানের উন্নয়ন হতে থাকে জানিয়ে বিশেষজ্ঞরা বলেছেন, সম্প্রতি বাংলাদেশে বায়ু দূষণ উল্লেখযোগ্য মাত্রায় বেড়েছে।

বিশ্বব্যাংকের পরিবেশ বিভাগ থেকে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বায়ু দূষণের প্রধান কারণ তিনটি। ইটভাটার ধোঁয়া, যানবাহনের ধোঁয়া এবং অবকাঠামো নির্মাণ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, বায়ু দূষণের কারণে প্রতি বছর ৭০ লাখ মানুষের মৃত্যু হচ্ছে। এছাড়াও, স্ট্রোক-হৃদযন্ত্রের সমস্যা-ফুসফুসে ক্যানসার এবং শ্বাসযন্ত্রে সংক্রমণের মতো রোগ সৃষ্টির জন্যও দায়ী বায়ুদূষণ।

সারাবাংলা/একেএম

বায়ু দূষণ বায়ুমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর