Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফরোজা হত্যা: গাড়িচালক হৃদয়ের দোষ স্বীকার

স্টাফ করেসপন্ডেন্ট
২১ মার্চ ২০২২ ১৯:৫৬

ছবি: প্রতিকী

ঢাকা: সেভেন সার্কেল বাংলাদেশ লিমিটেডের এমআইএস ডিপার্টমেন্টের ডেপুটি ম্যানেজার আফরোজা সুলতানা হত্যার অভিযোগে দায়ের করা মামলায় গাড়িচালক হৃদয় ব্যাপারী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গত ১৬ মার্চ হৃদয়ের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে সোমবার (২১ মার্চ) হৃদয়কে আদালতে হাজির করেন ডিবি পুলিশ। এরপর হৃদয় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করা হয়।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহাম্মদের আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

আফরোজা সুলতানা রাজধানীর গুলশান ২ নম্বরে সেভেন সার্কেল বাংলাদেশ লিমিটেড এমআইএস ডিপার্টমেন্টের ডেপুটি ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। মাত্র দু’মাস আগে গত জানুয়ারিতে বিয়ে করে রাজধানীর উত্তর বাড্ডার একটি বাসায় উঠেছিলেন আয়ান-আফরোজা দম্পতি। আফরোজার স্বামীও একই প্রতিষ্ঠানে চাকরি করেন।

জানা যায়, গত ১৩ মার্চ ওই বাসার সিসিটিভির ফুটেজে দেখা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাড়িতে করে বাসায় ফেরেন আফরোজা। লিফট দিয়ে উঠে যান দোতলার নিজ ফ্ল্যাটে। কিছুক্ষণ পর গাড়িচালক হৃদয় বেপারী ওপরে যান। প্রায় এক ঘণ্টা পর তাকে নিচে নেমে আসতে দেখা যায়। এর ১৫-২০ মিনিট পরই বাসায় ফিরে বাথরুমে স্ত্রী আফরোজার গলাকাটা মরদেহ দেখতে পান আয়ান।

এই ঘটনায় আফরোজা সুলতানার ছোট ভাই আব্দুল মাজিদ বাড্ডা থানায় হত্যা মামলাটি দায়ের করেন।

সারাবাংলা/এআই/টিআর

আফরোজা হত্যা গাড়িচালকের স্বীকারোক্তি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর